Kolkata: তপসিয়ার বহুতল থেকে আহত অবস্থায় উদ্ধার অজ্ঞাতপরিচয় যুবক, মারধরের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে
Kolkata: তপসিয়ার এক বহুতলের পিছন থেকে অজ্ঞাতপরিচয় যুবককে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় প্রোমোটার ও তাঁর দলবল ওই যুবককে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।
অনির্বাণ বিশ্বাস, কলকাতা: তপসিয়ার বহুতলের পিছন থেকে উদ্ধার করা হল এক অজ্ঞাতপরিচয় আহত ব্যক্তিকে। ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই যুবককে উদ্ধার করেছে পুলিশ।
এক বহুতলের পিছন থেকে অজ্ঞাতপরিচয় যুবককে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় প্রোমোটার ও তাঁর দলবল ওই যুবককে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। ক্রিস্টোফার রোডের ওই বহুতলের আশেপাশের বাসিন্দারা দাবি করেছেন, রাত সাড়ে ৯টা নাগাদ ওই বহুতলের প্রোমোটার ও তাঁর সঙ্গীরা এক যুবককে মারধর করছিলেন বলে দেখতে পাওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, প্রাণ বাঁচাতে যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তাঁকে ধাওয়া করে ৬ তলার ছাদে নিয়ে যাওয়া হয় বলে দাবি স্থানীয়দের। এর কিছুক্ষণ পরই এক জোরালো শব্দ শুনতে পাওয়া যায় বলে দাবি তাঁদের।
জোরে আওয়াজ পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে তপসিয়া থানার পুলিশ গিয়ে ওই বহুতলের পিছন দিকে একটি পরিত্যক্ত ঘর থেকে গুরুতর আহত যুবককে উদ্ধার করে। এরপর আহত যুবককে নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনার পর থেকেই এলাকা থেকে নিখোঁজ অভিযুক্ত প্রোমোটার। প্রতিবেশীদের সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে তপসিয়া থানার পুলিশ।
এর আগে হাওড়ার টিকিয়াপাড়ায় প্রোমোটার খুনের ঘটনা ঘটে। সেই ঘটনায় ৫ জনকে আটক করে পুলিশ। তবে খুনের উদ্দেশ্য ঘিরে ধোঁয়াশা ছিল বহুদিন। খতিয়ে দেখা হয় সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ।
রাত ৮টা নাগাদ বেলিলিয়াস পার্কের কাছে বছর পঁয়তাল্লিশের প্রোমোটার অমিত হাইত ওরফে বুবুনকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করেছিল দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছিল। প্রোমোটারি সংক্রান্ত বিবাদ না কি ব্যক্তিগত শত্রুতার জেরে খুন করা হয়েছিল তা খতিয়ে দেখে পুলিশ। রাতে ব্যাঁটরা থানার পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ৫ জনকে আটক করে। ব্যাঁটরা থানার পাশাপাশি খুনের তদন্তে নামে হাওড়া কমিশনারেটের গোয়েন্দা শাখা।
আরও পড়ুন: West Burdwan: মায়ের বকুনিতে অভিমানে আত্মঘাতী ছেলে, দুর্গাপুরে কিশোরের মৃত্যুতে অনুমান পুলিশের