WB Madhyamik Results 2022: টেক্সট বই খুঁটিয়ে পড়া, করোনায় অনলাইন ক্লাস, মাধ্যমিকে প্রথম অর্ণবের সাফল্যের চাবিকাঠি
WB Madhyamik Results: পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। কালিম্পংয়ে ৯৪.৭১, পশ্চিম মেদিনীপুর ৯৪.৬২ এবং কলকাতায় পাশের হার ৯৪.৩৬ শতাংশের বেশি।
![WB Madhyamik Results 2022: টেক্সট বই খুঁটিয়ে পড়া, করোনায় অনলাইন ক্লাস, মাধ্যমিকে প্রথম অর্ণবের সাফল্যের চাবিকাঠি WB Madhyamik Results 2022 first Rank holder Arnab Gharai explains what made him succeed WB Madhyamik Results 2022: টেক্সট বই খুঁটিয়ে পড়া, করোনায় অনলাইন ক্লাস, মাধ্যমিকে প্রথম অর্ণবের সাফল্যের চাবিকাঠি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/03/88d21b2f3021f01e43bb8d12d15b800d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: গোটা রাজ্যে প্রায় ১১ লক্ষ পরীক্ষার্থী বসেছিল পরীক্ষায়। তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করল অর্ণব ঘড়াই (Arnab Gharai)। যুগ্ম ভাবে প্রথম স্থানে রয়েছে সে। তার সঙ্গে প্রথম স্থান দখল করেছে বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডলও। অর্ণব বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া। তার ও রৌনকের প্রাপ্ত নম্বর ৬৯৩।
শুক্রবার সকালে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে (WB Madhyamik Results 2022)। তাতেই সকলকে ছাপিয়ে প্রথম স্থানে উঠে এসেছে অর্ণব। পরীক্ষার ফল জানার পর এ দিন মহারাজদের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় তাকে। এবিপি আনন্দের ক্যামেরার মুখোমুখি হয়ে বলে, "মেধাতালিকায় থাকার প্রত্যাশা ছিল। স্যররাও আশাবাদী ছিলেন। তবে একেবারে প্রথম হব, আশা করিনি। সত্যিই আশা করিনি এতটা।"
কোভিড অতিমারির জেরে গত বার মাধ্যমিক পরীক্ষা হয়নি। এ বারেও পড়ুয়াদের উপর চাপ কমাতে সিলেবাস কিছুটা কমিয়ে দেয় মধ্যশিক্ষা পর্ষদ। তাতেই ৬৯৩ নম্বর পেয়ে প্রথম হয়ে নজির গড়ল অর্ণব। করোনায় টালমাটাল অবস্থার মধ্যে তার এই কৃতিত্ব সাড়া ফেলে দিয়েছে। কবে কঠোর পরিশ্রম যে করতে হয়েছে তাকে, তা অস্বীকার করছেন না কেউই।
তাহলে পড়াশোনার জন্য কি বিশেষ কৌশল অবলম্বন করেছিল অর্ণব? দিনে কত ঘণ্টা পড়াশোনা করতে হয়েছে তাকে? অর্ণবের উত্তর , "সাধারণ ভাবেই পড়াশোনা করেছে সে।" একই সঙ্গে টেক্স্ট বই খুয়ে পড়ার কথা শোনা গিয়েছে তার মুখেও।
বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে বাড়ি অর্ণবের। সে জানিয়েছে, করোনায় বাড়ি চলে যেতে হয়েছিল তাকে। সেই সময় স্কুলের স্যরেরা অনলাইন ক্লাস নিতে শুরু করেন। তাতেই পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছিল সে। সাফল্যের কৃতিত্বও স্কুলের শিক্ষকদেরই দিয়েছে সে। একাদশ-দ্বাদশে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি হয়েছে অর্ণব।
এ বার মাধ্যমিকের ফলপ্রকাশ হল পরীক্ষা শেষ হওয়ার ৭৯ দিনের মাথায়। পরীক্ষা দিয়েছিল প্রায় ১১ লক্ষ পড়ুয়া। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ছিল ১১ শতাংশ বেশি, প্রায় ১ লক্ষ ২০ হাজারের বেশি। এ বছরও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। কালিম্পংয়ে ৯৪.৭১, পশ্চিম মেদিনীপুর ৯৪.৬২ এবং কলকাতায় পাশের হার ৯৪.৩৬ শতাংশের বেশি।
এ বারে পরীক্ষায় দ্বিতীয় হয়েছে কৌশিকী সরকার এবং রৌনক মণ্ডল নামের আরও ছাত্র। পরীক্ষায় তৃতীয় স্থানাধিকারী অনন্যা দাশগুপ্ত (Madhyamik Rank Holders)।
Education Loan Information:
Calculate Education Loan EMI
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)