Kolkata Weather : শীত প্রায় শেষের পথে, ধীরে ধীরে বাড়বে দিনের তাপমাত্রা
Kolkata Winter : আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, এটাই এবারের শীতের শেষ পর্যায়।
কলকাতা : শীতের আমেজ এখনও বজায় থাকলেও কাল থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। যদিও আজও তাপমাত্রা স্বাভাবিকের নীচে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের ৪ ডিগ্রি সেলসিয়াস নীচে। আগামী দু’তিনদিন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকলেও একটু একটু করে বাড়তে থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
দিন | তাপমাত্রা - Min | তাপমাত্রা - Max | কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া |
---|---|---|---|
14-Feb | ১৫.0 | ২৫.0 | মূলত পরিষ্কার আকাশ |
15-Feb | ১৪.0 | ২৭.0 | মূলত পরিষ্কার আকাশ |
16-Feb | ১৫.0 | ২৭.0 | মূলত পরিষ্কার আকাশ |
আজ হাওড়া জেলার (Howrah District) সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) গতকালের মতোই রয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা (Highest Temperature) এক ডিগ্রি বেড়ে হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ গড়ে প্রতি ঘণ্টায় ৮ কিলোমিটার। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৮৮ শতাংশ। আজ দিনের বেশিরভাগ সময়ই ঝলমলে আকাশ থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ হাওড়ায় সূর্যোদয় হয়েছে সকাল ৬টা বেজে ৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল ৫টা বেজে ৩৩ মিনিটে।
বাঁকুড়ায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস যা গতকালের থেকে ৪ ডিগ্রি বেশি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৫৪ শতাংশ, ন্যূনতম ২০ শতাংশ।
উত্তর ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯২ শতাংশ। হাওয়ার গতিবেগ ২ কিলোমিটায়/ঘণ্টা।