West Bengal Budget 2023 : সেচের জলে কর মুকুব, রাজ্য বাজেটে বড় ঘোষণা
Kolkata News : কৃষকদের জন্য ভাল খবর। সেচের জলে কর মকুব করল রাজ্য সরকার।
Kolkata News : কৃষকদের জন্য ভাল খবর। সেচের জলে কর মকুব করল রাজ্য সরকার। চাষের কাজে ব্যবহৃত সেচের জলে কর মকুবের ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে (West Bengal Budget 2023)। বুধবার বিধানসভায় এই ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
কলকাতা : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে রাজ্য বাজেটে (West Bengal Budget) একগুচ্ছ বরাদ্দ। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি (DA Increase) থেকে স্ট্যাম্প ডিউটিতে ছাড়। ভোটের প্রাক্কালে রাজ্যের রাস্তাঘাট ঢেলে সাজানো থেকে কর্মসংস্থান বৃদ্ধিতে জোর।
পড়ুয়াদের বাড়তি আর্থিক সাহায্য দেওয়া থেকে ৬০ পেরোলেই বার্ধক্য ভাতা সরাসরি দেওয়ার প্রতিশ্রুতি। লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী একাধিক রাজ্য সরকারের প্রকল্পে ঢালাও প্রতিশ্রুতি রাজ্য সরকারের বাজেটে। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বিধানসভায় যে বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা নিয়ে জানালেন, রাজ্য সীমিত সামর্থে চেষ্টা করেছে সকল রাজ্যবাসীর পাশে দাঁড়াতে। ঠিক কী কী গুরুত্বপূর্ণ ঘোষণা করা হল রাজ্য বাজেটে ? দেখে নিন এক ঝলকে।
রাজ্য বাজেটে থাকল কী কী ?
বাড়ল ডিএ - 'রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্তদের জন্য ৩ শতাংশ ডিএ। আগামী মার্চ থেকে ডিএ বৃদ্ধি কার্যকর', জানালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। বর্তমানে কেন্দ্র ও রাজ্যের ডিএ তফাৎ ৩৫ শতাংশ।
নজর রাস্তায় - 'গ্রামীণ সড়ক উন্নয়নে রাস্তাশ্রী প্রকল্প, যেখানে ১১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তার জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ।
তরুণদের আর্থিক সহায়তা প্রকল্প - ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের আর্থিক সহায়তার জন্য ঋণপ্রকল্প। এই খাতে ৩৫০ কোটি টাকা বরাদ্দ। ১৮-৪৫ বছরের মধ্যে যাঁরা স্বনিযুক্তি প্রকল্পের জন্য ৫ লক্ষ টাকা ঋণ পাবেন।
বার্ধক্য ভাতা - ৬০ বছর অতিক্রম করলে এঁরা বার্ধক্য ভাতা পাবে।
বাড়ল বিধায়ক ভাতা - বিধায়ক তহবিলের বরাদ্দ বাড়ানো হল, ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ।
স্ট্যাম্প ডিউটিতে বাড়ল ছাড় - বাড়ি-ঘর ক্রয়ের উপর স্ট্যাম্প ডিউটিতে ছাড় আরও ৬ মাসের জন্য বহাল।
এছাড়া রাজ্যে ১.৮৮ কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হবে। দেউচা পাঁচামিতে ১ লক্ষেরও বেশি কর্মসংস্থান হবে বলেও ঘোষণা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর। বানতলা লেদার হাবে ৩ লক্ষ কর্মসংস্থান হয়েছে। অনগ্রসর এবং ওবিসি ছাত্র-ছাত্রীদের জন্য মেধাশ্রী ঘোষণা করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দেওয়ার ক্ষেত্রে দেশে পশ্চিমবঙ্গ প্রথমস্থানে। 'স্বনির্ভর গোষ্ঠীকে দেয়া ঋণের পরিমাণ প্রায় ২৫ শতাংশ বেড়েছে। শস্যবীমা চালুর ফলে কৃষি উৎপাদন নজিরবিহীনভাবে বেড়েছে। বিধানসভায় বাজেট পেশের মাঝে জানালেন রাজ্যের অর্থমন্ত্রী।