WB Corona Cases: ৫ দিনে করোনা কাড়ল ১৮০ জন রাজ্যবাসীকে, উদ্বেগ বাড়াল দৈনিক সংক্রমণ বৃদ্ধি
বুধবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১১,৪৪৭ জন। তবে গতকাল রাজ্যে মৃত্যুর সংখ্যা ৩৩ থাকলেও আজকে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৩৮ জনের।
কলকাতা: রাজ্যে সামান্য কমেছে করোনা সংক্রমণের উদ্বেগ। তবে রোজই বাড়ছে মৃত্যুর সংখ্যা। গতকাল রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১০ হাজার। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১১,৪৪৭ জন। তবে গতকাল রাজ্যে মৃত্যুর সংখ্যা ৩৩ থাকলেও আজকের হিসেব বলছে গত ১ দিনে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৩৮ জনের। যা কার্যত উদ্বেগ সৃষ্টি করেছে।
সরকারি হিসেব অনুযায়ী করোনা সংক্রমিত হয়ে গত ৫দিনে ১৮০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে পরপর ৫দিন তিরিশের উপরেই রইল মৃত্যু। আজ শুধু কলকাতাতেই একদিনে ১৪ জনের মৃত্যু হয়েছে। শহরে করোনায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ১৫৪ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে ৮ জনের মৃত্যু হয়েছে। সেখানে ১ হাজার ৭৯৮ জন আক্রান্ত। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় একদিনে ১০ জনের মৃত্যুর হয়েছে বলেছে সরকারি হিসেবে জানানো হয়েছে।
করোনা-আবহে (Corona) উদ্বেগ বাড়িয়ে ৪২ শতাংশের বেশি বাড়ল দৈনিক মৃত্যু (Daily Death)। দৈনিক সংক্রমণ (Daily Corona Case) বাড়ল প্রায় ১৯ শতাংশ। একইসঙ্গে বাড়ল সংক্রমণ হারও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮২ হাজার ৯৭০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৪১ জনের।
গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৩৮ হাজার ১৮। অর্থাৎ একলাফে প্রায় ৪৪ হাজার ৯০০ বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩১০। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৭৯ লক্ষ ১ হাজার ২৪১ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় ৪ লক্ষ ৮৭ হাজার ২০২ জনের মৃত্যু হয়েছে। একদিনে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৮৮ হাজার ১৫৭ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৮ লক্ষ ৩১ হাজার। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ১৫ দশমিক ১৩ শতাংশ। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৯৬১। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭০ জন। একদিনে ওমিক্রন আক্রান্ত বেড়েছে ০.৭৯ শতাংশ।