WB Corona Cases: রাজ্য়ে ফের বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, ১ দিনে মৃত্যু ৩৫ জনের
এই সময়পর্বে কোভিড আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৫ জন। গতকালের তুলনায় আজ মৃতের সংখ্যাও বাড়ল। সবমিলিয়ে রাজ্যে করোনায় এ পর্যন্ত প্রাণ হারালেন ২০,৬৮৭ জন।
কলকাতা: গতকালের তুলনায় আক্রান্তের সংখ্য়া সামান্য বাড়লেও এখনও নিয়ন্ত্রণেই রাজ্য়ে করোনা পরিস্থিতি। মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ২,৭২৩ জন। গতকাল রাজ্যে সংক্রমিত হয়েছিল ২,০১৪ জন। আজ সবমিলেয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ২০,০০,২৫৩ জন।
আজ রাজ্যে করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্য়া ২১,৮৮০ জন। যা গতকালের তুলনায় ২৬২ জন বেশি। এই সময়পর্বে কোভিড আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৫ জন। গতকালের তুলনায় আজ মৃতের সংখ্যাও বাড়ল। সবমিলিয়ে রাজ্যে করোনায় এ পর্যন্ত প্রাণ হারালেন ২০,৬৮৭ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন, ৫,৫৪৮ জন।
WB COVID-19 Daily Health Bulletin: 02 February 2022. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) February 2, 2022
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ০২ ফেব্রুয়ারি ২০২২। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/RRL6qSo9TL
অন্যদিকে, উদ্বেগ বাড়িয়ে দেশে গত ২৪ ঘণ্টায় প্রায় ৫০ শতাংশ বাড়ল করোনায় মৃত্যুর সংখ্যা। তবে দৈনিক সংক্রমণ সামান্য কমেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭৩৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ১৯২। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬১ হাজার ৩৮৬ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৬৭ হাজার ৫৯।
দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ৮৮৫ জন। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৯৭ হাজার ৯৭৫ জনের। দৈনিক পজিটিভিটি রেট কমে হল ৯ দশমিক ২৬ শতাংশ। পাশাপাশি, বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৬ লক্ষ ৮৫ হাজার ১০০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩৮ কোটি ১১ লক্ষ ৫৭ হাজার ২৯৫।