WB Election 2021: কাঁকুড়গাছিতে বোমাবাজি, ব্যাগে উদ্ধার ১০টি তাজা বোমা
নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য? সব দিক খতিয়ে দেখছে পুলিশ...
![WB Election 2021: কাঁকুড়গাছিতে বোমাবাজি, ব্যাগে উদ্ধার ১০টি তাজা বোমা West Bengal Elections 2021 Crude Bombs hurled many more recovered in Kolkata ahead of elections WB Election 2021: কাঁকুড়গাছিতে বোমাবাজি, ব্যাগে উদ্ধার ১০টি তাজা বোমা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/17/bb5f47b36f438b6077cdc262a4869190_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সুদীপ্ত আচার্য, কলকাতা: ব্যাগভর্তি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ফুলবাগান থানা এলাকার কাঁকুড়গাছির ঘোষবাগানে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গতকাল রাত পৌনে ১১টা নাগাদ মানিকতলা মেইন রোডে ঘোষ বাগান এলাকায় বাইকে করে দুই যুবক আসে। ঘোষ বাগানের তৃণমূল পার্টি অফিসের সামনে তখন কয়েকজন তৃণমূল কর্মী উপস্থিত ছিলেন।
অভিযোগ, ওই যুবকরা বাইক থেকে বোমা ভর্তি ব্যাগ রাস্তার পাশে ফুটপাতে রাখে। এরপর তারা বোমা ছুড়তে ছুড়তে বাইক ফেলে রেখেই পালিয়ে যায়। একটি বোমা রাস্তায় পড়ে ফাটলে স্প্লিন্টারে দুজন স্থানীয় বাসিন্দা অল্পবিস্তর আহত হন বলে স্থানীয় সূত্রে দাবি।
ঘটনাস্থলে যায় মানিকতলা ও ফুলবাগান থানার পুলিশ। বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা বোমাগুলিকে উদ্ধার করে নিয়ে যান।
অভিযুক্তদের বাইক উদ্ধার হয়েছে। তৃণমূলের অভিযোগ, ঘটনার পিছনে রয়েছে বিজেপি। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।
মাঝে আর ১০ দিনও নেই। আগামী ২৭ তারিখ বাংলায় বিধানসভার ভোয়যুদ্ধ শুরু। তার আগে খাস কলকাতায় বোমাবাজির অভিযোগ।তৃণমূল পার্টি অফিসের সামনে উদ্ধার ব্যাগ ভর্তি বোমা! বোমা রাখার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার ঘড়ির কাঁটায় তখন রাত পৌনে ১১টা।
স্থানীয় সূত্রে খবর, সেই সময় মানিকতলা মেন রোডে ঘোষ বাগান এলাকায় তৃণমূল পার্টি অফিসের সামনে কয়েক জন তৃণমূল কর্মী দাঁড়িয়ে ছিলেন। অভিযোগ, বাইকে করে দুই যুবক এসে একটি বোমা ছোড়ে।
বোমাটি রাস্তায় পড়ে ফাটলে স্প্লিন্টারের আঘাতে দুজন দলীয় কর্মী আহত হন বলে দাবি করেছে তৃণমূল। দলের কর্মীদের আরও দাবি, ঘটনার পর তাঁরা ওই যুবকদের তাড়া করলে বাইক ফেলে রেখেই পালিয়ে যায়। এমনকি একটি ব্যাগ ভর্তি বোমা রেখে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনায় বিজেপির দিকেই আঙুল তুলেছে তৃণমূল। তাদের অভিযোগ, বিজেপি উত্তেজনা তৈরি করার জন্যই একাজ করেছে ৷
যদিও বিজেপি সূত্রে দাবি করা হয়েছে,এই ঘটনায় তাদের কেউ জড়িত নয়।ঘটনার খবর পেয়ে এলাকায় যায় মানিকতলা ও ফুলবাগান থানার পুলিশ। বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা বোমাগুলিকে উদ্ধার করে নিয়ে যান। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের বাইকটি বাজেয়াপ্ত করা হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)