Skoch Gold awards: রাজ্যের মুকুটে নয়া পালক, শিক্ষা-পর্যটন-সংস্কৃতিতে 'স্কচ', কটাক্ষ শুভেন্দুর
স্কুল শিক্ষা দফতর (School Education Department) এবং উচ্চ শিক্ষা দফতর (Higher Education Department) পেয়েছে গোল্ড অ্যাওয়ার্ড (SKOCH GOLD awards)। সন্মানিত হয়েছে রাজ্য সরকারের পর্যটন ও সংস্কৃতি বিভাগও।
কলকাতা: ফের স্কচ পুরস্কারে সম্মানিত হল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। স্কুল শিক্ষা দফতর (School Education Department) এবং উচ্চ শিক্ষা দফতর (Higher Education Department) পেয়েছে গোল্ড অ্যাওয়ার্ড (SKOCH GOLD awards)। একই পুরস্কারে সন্মানিত হয়েছে রাজ্য সরকারের পর্যটন ও সংস্কৃতি বিভাগও। ওই বিভাগের কর্মীদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজ্য সরকারের পরিষেবা ও জনমতের উপর ভিত্তি করে, স্কচ পুরস্কার দেওয়া হয়। অভিনন্দন জানিয়ে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী (Cm Mamata Banerjee)।
Proud moment for #Bengal!
— Mamata Banerjee (@MamataOfficial) November 14, 2021
School Education Department and Higher Education Department of GoWB - both have won the prestigious SKOCH GOLD awards.
Heartiest congratulations to all officials and members for this remarkable achievement! pic.twitter.com/mBjl2iWLt5
স্কচ পুরস্কার নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। এদিন এ প্রসঙ্গে বিরোধী দলনেতার ট্যুইট, 'সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের কয়েকটি দফতর প্রেস্টিজিয়াস স্কচ পুরস্কার (সমীর কোছার) পেয়েছে। এই সমস্ত পুরস্কারের বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে।
মনে হচ্ছে, যারা আবেদন করে তারা সবাই পুরস্কার পায়। শুধু চূড়ান্ত পর্বে নিজেদের দেখানোর জন্য মোটা টাকায় স্টল কিনতে হবে। বড় পুরস্কার পেতে বেশি খরচ। এভাবেই স্কিল ডেভেলপমেন্ট দফতর ১২ লক্ষ টাকা খরচ করে স্টল কিনে স্বর্ণপদক জিতেছে। যারা ২ লক্ষ টাকায় স্টল কিনেছে, স্কচের মেধা তালিকা অনুযায়ী তারা রুপো পেয়েছে। এভাবে পুরস্কার বিক্রি হলে, পুরস্কার প্রাপকের সততা নিয়ে প্রশ্ন ওঠে। কাজের জন্য রাজ্য সরকারের কয়েকটি দফতর স্কচ পুরস্কার পাওয়ায় ট্যুইটে আক্রমণ শুভেন্দু অধিকারীর।
Some WB Govt depts have won "prestigious" SKOCH (Sameer Kochhar) Awards recently.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 14, 2021
There are serious allegations regarding the credibility of such awards. Seems like everyone who applies gets the award. In final stage one just has to buy expensive stalls for displaying themselves.