RG Kar Doctor Death Case: দুই চিকিৎসককে তলবের প্রতিবাদ, মিছিলের সিদ্ধান্ত লালবাজার পর্যন্ত
West Bengal Joint Forum of Doctors: দুই চিকিৎসককে তলবের জেরে এবার লালবাজার পর্যন্ত মিছিল করে যাওয়ার সিদ্ধান্ত নিল চিকিৎসকদের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস।
কলকাতা: RG কর হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী (Dr Subarna Goswami) ও কুণাল সরকার (Doctor Kunal Sarkar)। এর জেরে তাঁদের তলব করেছে লালবাজার (Lalbazar)। তার প্রতিবাদ জানিয়ে ওই দুই চিকিৎসকের সঙ্গে মিছিল করে লালবাজার যাওয়ার সিদ্ধান্ত নিল চিকিৎসকদের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস (West Bengal Joint Forum of Doctors)। দুপুর ২টোর সময় সবাইকে কলকাতা মেডিক্যাল কলেজে জমায়েত হতে বলা হয়েছে। তারপর লালবাজার পর্যন্ত মিছিল করা হবে বলে জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গের অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টরস-এর যুগ্ম সম্পাদক সুবর্ণ গোস্বামী মৃত জুনিয়র চিকিৎসকের বাড়িতে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন চিকিৎসকদের সংগঠনগুলির যৌথ মঞ্চের প্রতিনিধি দলের তরফে। মৃতার পরিবারের লোকদের সঙ্গে দেখা করে বেরিয়ে আসার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান,ওই পরিবারের থেকে পেয়েছেন মৃতার ময়নাতদন্তের রিপোর্ট। যা দেখে বোঝা যাচ্ছে কোনও একজনের পক্ষে এমন ভয়াবহ নিপীড়নের সম্ভাবনা কম। প্রথমে হাসপাতাল থেকে পরিবারের সদস্যদের আত্মহত্যার কথা বলা হয়েছিল, এই বিষয়েও প্রশ্ন তোলেন। অন্যদিকে ঘটনাটির চিকিৎসা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন চিকিৎসক কুণাল সরকার।
এরপরই নির্যাতিতার পরিচয় প্রকাশ ও গুজব ছড়ানোর অভিযোগে ২ চিকিৎসককে নোটিস পাঠানো হয় লালবাজার তরফে। দেখা করতে বলা হয়। রবিবার এই নোটিসের প্রতিবাদ জানিয়ে চিকিৎসকদের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস চিঠি পাঠিয়েছে লালবাজারে। তাদের অভিযোগ, মৃত চিকিৎসকের বিচারের দাবিতে আন্দোলনকে ভয় দেখাতে তলব করা হচ্ছে। তবে এভাবে আন্দোলন থামানো যাবে না। ওই দুই চিকিৎসকের সঙ্গে যৌথ মঞ্চের সদস্যরাও মিছিল করে লালবাজারে যাবে। ওই দুই চিকিৎসক কোনও অসত্য কথা বলেননি। তাই চিকিৎসকরা তাঁদের সঙ্গে আছেন। প্রশাসন যদি ওনাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় তাহলে তীব্র আন্দোলন সংগঠিত করা হবে। তার দায় পুলিশকেই নিতে হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।