(Source: ECI/ABP News/ABP Majha)
Local Train Service Update: প্রায় ৬ মাস পর চালু হচ্ছে লোকাল ট্রেন
শুরুতে ৫০ শতাংশ যাত্রী (Local Train Passengers) নিয়ে রাজ্যে লোকাল ট্রেন (Local train) চালু করার ছাড়পত্র মিলেছে।
কলকাতা: প্রায় ৬ মাস পরে ফের লোকাল ট্রেন (Local Train) চালুর অনুমতি দিল রাজ্য (West Bengal)। আগামী সোমবার অর্থাৎ ১ নভেম্বর থেকেই চলবে লোকাল ট্রেন। শুরুতে ৫০ শতাংশ যাত্রী (Local Train Passengers) নিয়ে রাজ্যে লোকাল ট্রেন চালু করার ছাড়পত্র মিলেছে।
উৎসবের মরসুমে সাময়িক ছাড় দিলেও রাজ্যে করোনার (Corona) সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ (Lockdown) বহাল ছিলই। যদিও এতদিন পর্যন্ত লোকাল ট্রেন (Local Train Service) চালানো নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। অতএব লোকাল ট্রেন চালু হওয়া নিয়ে সংশয় ছিলই। আপাতত বেশ কিছু স্টাফ স্পেশাল ট্রেন চলছিল। তাতে উপছে পড়া ভিড় স্বাভাবিকভাবেই আশঙ্কা বাড়িয়েছে। যাতায়াতেও সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। তবে এবার অপেক্ষার অবসান। রাজ্যে ট্রেন চালুর অনুমতি মিলল।
আগামী ১৬ অক্টোবর থেকে খুলছে স্কুল, কলেজ (School Reopen)। মনে করা হচ্ছে, সে কারণেই লোকাল ট্রেন পরিষেবার ওপর গুরুত্ব দিচ্ছে রাজ্য। তবে এই পরিস্থিতিতে কীভাবে ভিড় নিয়ন্ত্রণ সম্ভব তা নিয়েও পরিকল্পনা চলছে।
অন্যদিকে রেল (Imdian Railway) সূত্রে খবর, ইতিমধ্যে দু'বার লোকাল ট্রেন চালাতে চেয়ে রাজ্য সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে। তবে সরকারিভাবে রাজ্য সরকারের (West Bengal Government) কোনও উত্তর মেলেনি। চিঠি এলেই বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছিল রেল কর্তৃপক্ষ।
প্রথমে তাঁরা জানায় আগামী রবিবার বা সোমবার থেকে পরিষেবা চালু করা যায় কিনা তা দেখা হচ্ছে। তবে সব জল্পনা কাটিয়ে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা চালুর দিনক্ষণ ঘোষণা করা হল।
উল্লেখ্য়, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যে রাত্রিকালীন কড়াকড়ি (Night curfew) বহাল থাকবে। করোনা বিধি মেনে ফিল্ম-টিভির আউটডোর শ্যুটিংয়েও ছাড়পত্র দেওয়া হয়েছে। ৫০ শতাংশ থেকে বেড়ে ৭০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা চালানোর ছাড়পত্র মিলেছে। ৫০ শতাংশ থেকে বেড়ে রেস্তোরাঁ, জিমে ৭০ শতাংশে অনুমতি দিয়েছে রাজ্য।
হলের মধ্যে বিয়ে বাড়ি, অনুষ্ঠানে ৭০ শতাংশ পর্যন্ত জমায়েতে অনুমতি দেওয়া হয়েছে। কালীপুজো (Kalipuja 2021), দীপাবলির (Diwali) জন্য ২-৫ নভেম্বর রাত্রিকালীন কড়াকড়িতে ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি ছটপুজোর জন্য ১০-১১ নভেম্বর রাত্রিকালীন কড়াকড়িতে ছাড় রয়েছে।