এক্সপ্লোর
Advertisement
School Reopening : ক্লাস শুরু হলে, মানতেই হবে এই নিয়মগুলি ! গাইডলাইন প্রকাশ করল মধ্য শিক্ষা পর্ষদ
নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে সকাল ১০ থেকে দুপুর ৩.৩০।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : কোভিড-আবহে ক্লাস শুরুর জন্য নতুন বিধিপ্রকাশ করল মধ্য শিক্ষা পর্ষদ।
- ক্লাস শুরুর আধঘণ্টা আগে আসতে হবে পড়ুয়াদের।
- নবম ও একাদশ শ্রেণির ক্লাস হবে সকাল ১০ থেকে দুপুর ৩.৩০।
- দশম ও দ্বাদশের ক্লাস সকাল ১১ থেকে বিকেল ৪.৩০ পর্যন্ত।
- প্র্যাকটিক্যাল ক্লাসও শুরু হবে ১৬ নভেম্বর থেকে, বিজ্ঞপ্তি প্রকাশ মধ্যশিক্ষা পর্ষদের
আগেই একটি নির্দেশিকা প্রকাশ করেছিল রাজ্য । মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো, ১৬ নভেম্বর থেকে খুলছে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়। ফিরতে চলেছে, শিক্ষা প্রতিষ্ঠানের পুরনো ছবি! সশরীরে স্কুলে যেতে পারবে ছাত্র-ছাত্রীরা। পড়ুয়া জীবনে ফিরবে, ক্লাসরুম, ব্ল্যাকবোর্ড! - তাই স্কুল কলেজ খোলার আগে সব চেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে পরিচ্ছন্নতায়।
- ৩১ অক্টোবরের মধ্যে সমস্ত স্কুল পরিষ্কারের কাজ শুরু করে দিতে হবে।
- পয়লা নভেম্বর থেকে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আসতে হবে শিক্ষক ও শিক্ষা কর্মীদের।
- প্রয়োজনে পড়ুয়া, শিক্ষক, শিক্ষাকর্মীদের স্টাফ স্পেশাল ট্রেনের পাস দেওয়া হবে। তা ইস্যু করতে পারবেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।
- হস্টেল খোলা যেতে পারে। তবে, কঠোর ভাবে মানতে হবে কোভিড বিধি।
- স্কুলের হস্টেলে আইসোলেশন রুম রাখতে হবে।
- স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোনও পড়ুয়াই আংটি, বালা, হার-সহ কোনও গয়না পরতে পারবেন না।
- স্কুলে বসার ক্ষেত্রেও নির্দিষ্ট বিধি মানতে হবে। বেঞ্চে দু’জনের বেশি পড়ুয়া বসতে পারবে না।
- একটি বেঞ্চে দু’জন পড়ুয়া বসলে, তার পরের বেঞ্চে একজন পড়ুয়া বসতে পারবে।
- ক্লাসরুমে শিক্ষকের উপস্থিতিতে প্রার্থনা হবে!
- স্কুলের করিডর, গেটে নির্দিষ্ট দূরত্ব মেনে গোল দাগ কেটে দিতে হবে!
- স্কুলে আপাতত অভিভাবকরা প্রবেশ করতে পারবেন না!
- স্কুলে,দেওয়া হবে না রান্না করা মিড ডে মিল।
- সেক্ষেত্রে, আগের মতোই বাড়িতে মিড ডে মিলের সরঞ্জাম দিয়ে দেওয়া হবে।
- আপাতত স্কুলে কোনও খেলাধুলো বা সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না।
- সব সময় ক্লাসে উপস্থিত থাকবেন একজন শিক্ষক।
- স্কুলে জাঙ্কফুড খাওয়া যাবে না।
- দেওয়া-নেওয়া করা যাবে না, পানীয় জল বা বই।
কলেজ বা বিশ্ববিদ্যালয়ের জন্যও আলাদা করে নিয়ম বেঁধে দিয়েছে শিক্ষা দফতর। তাতে বলা হয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সাফাই ও স্যানিটাইজেশনের কাজ শেষ করে ফেলতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement