Womens Day 2021: নারী-সুরক্ষায় সদা তৎপর, স্যালুট ‘উইনার্স’
শহরে নারীসুরক্ষার কথা মাথায় রেখে ২০১৮-তে তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের হাত ধরে পথ চলা শুরু করে কলকাতা পুলিশের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত প্রমিলা বাহিনী 'উইনার্স'। শহরে মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে এতটুকু খামতি যাতে না থাকে, সেজন্যই এই উদ্যোগ।
পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: আইন-শৃঙ্খলা থেকে শুরু করে নারী সুরক্ষার জন্য সদা তৎপর কলকাতা পুলিশ। এজন্য বাহিনীকে সব সময় কর্তব্য নিয়ে সতর্ক থাকার কথা মনে করিয়ে দেয়।তবুও মাঝেমধ্যেই কোনও কোনও ঘটনায় পুলিশের দিকে অভিযোগের আঙুল ওঠে। বিশেষ করে মহিলাদের প্রতি অপরাধের ঘটনা অনেক সময়ই শোরগোল ফেলে দেয়। এ ধরনের ঘটনা এড়াতে নানা ধরনের উদ্যোগই নিয়েছে কলকাতা পুলিশ। আন্তর্জাতিক নারী দিবসে কলকাতা পুলিশের এই উদ্যোগ সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক কিছু তথ্য।
শহরে নারীসুরক্ষার কথা মাথায় রেখে ২০১৮-তে তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের হাত ধরে পথ চলা শুরু করে কলকাতা পুলিশের বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত প্রমিলা বাহিনী 'উইনার্স'। শহরে মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে এতটুকু খামতি যাতে না থাকে, সেজন্যই এই উদ্যোগ। মহিলাদের হাতেই অপরাধ দমনের একটা বড় ভার তুলে দেওয়া হয় এই বাহিনীর হাতে।২০১৮-র ১১ জুলাই ২৪ কনস্টেবল ও চারজন অফিসার দিয়ে উইনার্সের পথ চলা শুরু হয়েছিল। এখন উইনার্সে রয়েছেন ৩৩ জন কনস্টেবল ও চারজন অফিসার। একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে নারী সুরক্ষায় তিলোত্তমায় দাপিয়ে বেড়াচ্ছে এই টিম।
লালবাজারের শীর্ষকর্তাদের দাবি, আগে মহিলাদের যে সংখ্যায় হেনস্থা হওয়ার অভিযোগ আসত তা এখন অনেকটাই কমেছে। এক্ষেত্রে বড় ভূমিকা পালন করছে উইনার্স বাহিনী।উইনার্স কলকাতা পুলিশের বিশেষ মহিলা টহলদারি দল। যারা দৈনন্দিন রাস্তাঘাট, পার্ক, শপিংমল ,বাজার এই সকল জায়গায় বিশেষ নজর রেখে চলে। মহিলাদের উত্ত্যক্ত করার ঘটনা ঘটলেই নজর এড়ায় না উইনার্স এর প্রমিলা বাহিনীর। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন দলে ভাগ হয়ে স্কুটার নিয়ে তারা নজর রাখেন স্কুল-কলেজ, হোটেল-রেস্তোরাঁ, পার্ক-শপিং মল, নাইট ক্লাব এর আশেপাশে। তাদের সতর্ক নজর থাকে অপরাধী ধরতে, অপরাধ আটকাতে। ইভটিজিং বা মহিলাদের উত্ত্যক্ত করলেই হাতেনাতে পাকড়াও করার লক্ষ্য এই দলের।
সাধারণ মহিলা পুলিশদের থেকে একেবারে অন্যরকম প্রশিক্ষণ দেওয়া হয় এই বাহিনীকে। সাদা ইউনিফর্ম, হ্যান্ড গ্লাভস, হাঁটুতে গ্লাভস, ম্যান প্যাক, বডি ক্যামেরা, হেলমেট, টু হুইলার নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে নজর রাখেন তারা। কয়েকজন একেবারে সাধারণ মানুষের মধ্যে মিশে সাধারন পোশাক পরে ঘুরে বেড়ান। যদি কেউ কটুক্তি করে বা কোন অশালীন আচরণ করে, সঙ্গে সঙ্গে মোবাইলে লোকেশন পাঠিয়ে দেন। সঙ্গে সঙ্গে ওই জায়গায় পৌঁছে গিয়ে হাতেনাতে দুষ্কৃতীকে আটক করে স্থানীয় থানায় পাঠিয়ে দেয় এই বাহিনী। দুষ্কৃতীদের রাশ টেনে শহর সুরক্ষিত রাখার ক্ষেত্রে সদা তৎপর এই দল ।
উইনার্স- এর পাশাপাশি কলকাতা পুলিশের আরও একটি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত প্রমিলা বাহিনী 'শক্তি'র পথ চলা শুরু হয়েছে। হাতে বন্দুক নিয়ে ইন্সপেক্টর ,সাব ইন্সপেক্টর, কনস্টেবল, বিশেষ গাড়ি নিয়ে কলকাতার গুরুত্বপূর্ণ জায়গা, যেমন ভিক্টোরিয়া, জাদুঘর, চিড়িয়াখানা, এছাড়া সন্ধ্যের পর বিশেষ নজরদারি চালায় পার্ক স্টিট এলাকায়। কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের দাবি নারীর নিরাপত্তায় ‘উইনার্স’ ও ‘শক্তি’ একটা অন্যতম হাতিয়ার তাদের কাছে।