Bangladesh : আনসারুল্লা বাংলার ধৃত জঙ্গিদের পাক-যোগ? ধৃত জঙ্গিদের একজনের প্রশিক্ষণ বাংলাদেশ থেকে?
Bangladesh Update: আল কায়দার শাখা সংগঠন, আনসারুল্লা বাংলার ধৃত জঙ্গিদের পাক-যোগ? মুর্শিদাবাদ থেকে ধৃত একজন বাংলাদেশে গিয়ে জঙ্গি প্রশিক্ষণও নিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। পশ্চিমবঙ্গ, অসম ও কেরল থেকে, আনসারুল্লা বাংলার ৮ জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশ গতকাল গুয়াহাটি আদালতে তোলার পর ধৃত ৮ জনকেই পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মোবাইল ফোনে ছিল বিশেষ অ্য়াপ। যার সাহায্যে পাকিস্তান ও বাংলাদেশের প্রায় ১৫ জন হ্যান্ডলারের সঙ্গে এরা যোগাযোগ রাখত। এদের মধ্যে মুর্শিদাবাদ থেকে ধৃত মিনারুল শেখ বাংলাদেশে গিয়ে প্রশিক্ষণও নিয়েছে।
এবার সামনে এল পাসপোর্ট জালিয়াতি চক্রের কিং পিন সমরেশ বিশ্বাসের বাংলাদেশ যোগ। তদন্তকারীদের দাবি, মাঝেমধ্যেই বাংলদেশে গিয়ে তিনি সংগ্রহ করতেন কারা টাকার বিনিময়ে অবৈধভাবে সীমান্ত পেরোবে তাদের তথ্য। ধৃতকে জেরা করার পর তদন্তকারীদের নজরে রয়েছে, হাওড়া ও হুগলির বেশ কয়েকটি পাসপোর্ট সেবা কেন্দ্র। যাদবপুরের সমাবর্তন নিয়ে এখনও ক্ষুব্ধ আচার্য সিভি আনন্দ বোস। তবে, সমাবর্তনে যাবেন কিনা, সেব্য়াপারে, পড়ুয়াদের স্বার্থেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন রাজ্য়পাল। আগামী ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের সমাবর্তন অনুষ্ঠান। রাজভবন সূত্রে খবর, আচার্যের অনুমতি না নিয়েই তারিখ ঠিক করা হয়েছে। কেন অনুমতি চাওয়া হয়নি, তা জানতে চেয়ে, বৃহস্পতিবারই যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্যকে চিঠি পাঠায় রাজভবন। শুক্রবার, কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের একটি অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য সিভি আনন্দ বোস। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, তিনি যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের সমাবর্তনে উপস্থিত থাকবেন কিনা। তিনি জানান, ছাত্রছাত্রীদের কথা ভেবেই তিনি সিদ্ধান্ত নেবেন।