(Source: ECI/ABP News/ABP Majha)
Kulgam Encouter: কাশ্মীরের কুলগামে গুলির লড়াই! নিকেশ ৪ জঙ্গি, শহিদ ২ জওয়ান
Jammu Kashmir: বারবার কাশ্মীর উপত্যকার একাধিক এলাকায় জঙ্গি কার্যকলাপের ঘটনা ঘটছে। পর্যটকদের উপর আক্রমণের ঘটনা যেমন ঘটেছে। তেমনই একাধিকবার নিরাপত্তা-বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইও হয়েছে।
কলকাতা: ফের অশান্ত উপত্যকা (Encounter in Kashmir)। কাশ্মীর উপত্যকার কুলগামে (Kulgam) সেনা-জঙ্গি গুলির লড়াই। দক্ষিণ কাশ্মীরের চিন্নিগাম এবং মোডেরগাম (Modergam) এলাকায় এই গুলির লড়াই হয়। সংবাদসংস্থা সূত্রের খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জঙ্গি মারা গিয়েছেন। শহিদ হয়েছে ২ জওয়ান। এখনও আরও কয়েকজন সশস্ত্র জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সূত্রের খবর।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে, ওই এলাকার ২ টি আলাদা জায়গায় তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী (Joint Forces of Indian army, CRPF and Local police)। মোডেরগামে গ্রামে একটি বাড়ি লক্ষ্য করে সেনা, সিআরপিএফ এবং স্থানীয় পুলিশের যৌথ বাহিনীকে লক্ষ্য করে নিরন্তর গুলিবৃষ্টি করা হয়। সেই ঘটনায় এক জওয়ান গুরুতর ভাবে জখম হন, পরে মারা যান।
কুলগামে ফ্রিজাল এলারাকাতেও নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের গুলির লড়াই হয়েছে। এনডিটিভির একটি প্রতিবেদন অনুযায়ী, ড্রোন ফুটেজে দেখা গিয়েছে ৪ জঙ্গি নিহত হয়েছে। এই সংঘর্ষে এক সেনা জওয়ান শহিদ হয়েছেন, আরও একজন আহত। আরও কিছু সশস্ত্র জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে বলে খবর, ভারী গুলি বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরেও নিহত জঙ্গিদের দেহ মেলেনি।
সাম্প্রতিককালে দক্ষিণ কাশ্মীরের এই এলাকায় জঙ্গি কার্যকলাপ হঠাৎ বেড়ে গিয়েছে। ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরের একাধিক জেলায় বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই হয়েছে। গত মাসেই দোদা জেলায় একটি অপারেশনে ৩ জঙ্গিকে ঘায়েল করেছিল নিরাপত্তা বাহিনী।
#WATCH | Kulgam, Jammu and Kashmir: Encounter underway between terrorists and security forces in Frisal Chinnigam area of Kulgam district. Police and security forces are on the job: Kashmir Zone Police
— ANI (@ANI) July 6, 2024
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/PVWS8Edp3s
এর আগে জুন মাসে একাধিকবার হামলা হয়েছিল কাশ্মীরে। নতুন কেন্দ্রীয় সরকারের শপথগ্রহণের দিন হামলা হয়েছিল, সেই ঘটনায় পুণ্যার্থীদের বাসের উপর হামলা চালানো হয়েছিল। তার কয়েকদিনের মাথাতেই জোড়া হামলা হয়। কাঠুয়া এবং দোদা জেলায় ওই হামলা হয়েছিল। ওই ঘটনায় জখম হয়েছিলেন সাধারণ নাগরিকও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: রথযাত্রার দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া? কী জানাল আলিপুর আবহাওয়া দফতর