এক্সপ্লোর
Advertisement
সুশান্তের মৃত্যু স্বজনপোষণের বিরুদ্ধে বিপ্লব শুরু করেছে, বললেন কুমার শানু
সুশান্ত সম্ভবত নিজের জীবন দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের কেরিয়ার সুরক্ষিত করে গেলেন। আজ তিনি নেই ঠিকই কিন্তু অমরত্ব পেয়েছেন। ঈশ্বর তাঁকে শান্তি দিন। শানু বলেছেন।
মুম্বই: সুশান্ত সিং রাজপুত বহিরাগত ছিলেন,তিনিও বহিরাগত, সেল্ফ মেড। সুশান্তের অকাল প্রয়াণে ব্যথিত কুমার শানু জানালেন, মৃত নায়ক তাঁর সন্তানের বয়সী ছিলেন। ফেসবুকে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে হিন্দিতে বলেছেন, আমার এখনও বিশ্বাস হচ্ছে না, সুশান্ত আত্মহত্যা করেছে। আমি যত দূর শুনেছি, ও অত্যন্ত ইতিবাচক মানসিকতার ছিল।
শানু বলেছেন, সুশান্ত প্রতিভাবান ছিল, বড় মনের মানুষ ছিল। এত অল্প সময়ে এত ভাল ভাল সব কাজ করেছে। একের পর এক দারুণ হিট ছবি দিয়েছে, নিজের একটা আলাদা জায়গা তৈরি করেছিল। ও আমার ছেলের বয়সী ছিল। এত কম বয়সে এত সব ভাল ছবি দিয়ে আমাদের আনন্দ দিয়েছে, ও শান্তিতে থাকুক। যদি ও এমন না করত!
স্বজনপোষণ নিয়ে বলতে গিয়ে শানু বলেছেন, সুশান্তের মৃত্যুর পর এক বিপ্লব শুরু হয়েছে। স্বজনপোষণ তো সর্বত্রই আছে তবে বলিউডে একটু বেশি আছে। দর্শকদের উদ্দেশে তাঁর বক্তব্য, আপনারা শিল্পী তৈরি করেন, আমাদের তৈরি করেন। যারা ছবি তৈরি করে বা মাথায় বসে থাকে, তারা ঠিক করতে পারে না, কার কেরিয়ার তৈরি হবে, আর কাকে ছুঁড়ে ফেলা হবে। একমাত্র আপনারা ঠিক করেন, কাকে গ্রহণ করবেন আর কাকে বর্জন। যাঁরা ছবি, সঙ্গীত বা এ ধরনের কোনও ক্ষেত্রে ভাগ্য পরীক্ষার জন্য বাইরে থেকে মুম্বই আসছেন, তাঁদের উদ্দেশে তাঁর বার্তা, প্রথমে একটা চাকরি খুঁজে নিন, তারপর লড়াই শুরু করুন। আমিও তাই করেছিলাম। এর ফলে দু’বেলার খাবার আর মাথা গোঁজার ঠাঁই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। পাশাপাশি নিজের প্রতিভা জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করুন।
সুশান্ত সম্ভবত নিজের জীবন দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের কেরিয়ার সুরক্ষিত করে গেলেন। আজ তিনি নেই ঠিকই কিন্তু অমরত্ব পেয়েছেন। ঈশ্বর তাঁকে শান্তি দিন। শানু বলেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement