এক্সপ্লোর
ভারী শিকার মুখে সটান উঁচু গাছের মগডালে চড়ল চিতাবাঘ, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
শিকার মুখে নিয়েই গাছে চড়ল চিতাবাঘ। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, শিকার মুখে নিয়েই চোখের নিমেষে গাছ বেয়ে মগডালে উঠে পড়ে চিতাবাঘটি। নেটিজেনরা চিতাবাঘের এই ক্ষমতা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন।

নয়াদিল্লি: শিকার মুখে নিয়েই গাছে চড়ল চিতাবাঘ। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, শিকার মুখে নিয়েই চোখের নিমেষে গাছ বেয়ে মগডালে উঠে পড়ে চিতাবাঘটি। নেটিজেনরা চিতাবাঘের এই ক্ষমতা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন। ভিডিওটি শেয়ার করেছেন আইএফএস আধিকারিক প্রবীণ কাসওয়ান। তিনি প্রায়ই বন্যজন্তুদের ভিডিও শেয়ার করে থাকেন। ভিডিও শেয়ার করে লিখেছেন, যেভাবে চিতাবাঘটি গাছে উঠল, তা অবিশ্বাস্য। আপনারা কি জানেন, নিজের ওজনের প্রায় তিনগুণ ভারী শিকার নিয়ে গাছে চড়তে পারে চিতাবাঘ। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর শেয়ার হয়েছে। লাইক ও কমেন্টও হয়েছে দেদার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















