Life Certificate Submission: ব্যাঙ্কে না গিয়ে জমা দিন লাইফ সার্টিফিকেট, জেনে নিন পদ্ধতি
১ অক্টোবর থেকে ৮০ ঊর্ধ্বের ব্যক্তিদের এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ১ নভেম্বর থেকে অনূর্ধ্ব ৮০-র ব্যক্তিদের এই সুযোগ করে দেবে সরকার।
নয়াদিল্লি: ব্যাঙ্কে না গিয়ে জমা দিতে পারবেন লাইফ সার্টিফিকেট (life certificate)। মাত্র কয়েকটা ধাপ পেরোলেই সহজে জমা হয়ে যাবে আপনার জীবন প্রমাণ পত্র (Jeevan Pramaan Patra)। জেনে নিন কীভাবে সম্ভব হবে এই কাজ।
বেঁচে থাকার প্রমাণ হিসাবে প্রতি বছরই এই শংসাপত্র জমা দিতে হয় পেনশন হোল্ডারদের। ৩০ নভেম্বরের মধ্যে এই লাইফ সার্টিফিকেট জমার নিয়ম রয়েছে সরকারের। ইতিমধ্যেই Jeevan Pramaan Patra জমা দেওয়ার সুযোগ করে দিয়েছে সরকার। ১ অক্টোবর থেকে ৮০ ঊর্ধ্বের ব্যক্তিদের এই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ১ নভেম্বর থেকে অনূর্ধ্ব ৮০-র ব্যক্তিদের এই সুযোগ করে দেবে সরকার।
প্রত্যেক পেনশন হোল্ডারের ক্ষেত্রে জীবন প্রমাণপত্র একটা গুরুত্বপূর্ণ নথি। পেনশন হোল্ডাররা বেঁচে আছেন কিনা জানতেই প্রতি বছর এই প্রামাণ্য নথি জমা করতে হয় সরকারের ঘরে। পেনশন ডিস্ট্রিবিউটর এজেন্সি, ব্যাঙ্ক বা পোস্ট অফিসের কাছে এই লাইফ সার্টিফিকেট জমা করতে হয়। যা থেকে প্রমাণিত হয়, মরে যাওয়ার পর কোনও ব্যক্তিকে পেনশন দেওয়া হচ্ছে কি না।
নিয়ম অনুসারে কোনও পেনশন হোল্ডারকে লাইফ সার্টিফিকেট পেতে নির্দিষ্ট ব্যাঙ্ক ,পোস্ট অফিসে উপস্থিত হতে হয়। সেখানেই ফর্ম পূরণ করে জমা দিতে হয় যাবতীয় নথি। যদিও কোভিডকালে ২০২০ সালের পর এই নিয়মে পরিবর্তন এনেছে Department of Pension and Pensioners’। সংক্রমণ এড়াতে এখন digital life certificates (DLC) করার সুযোগ দিচ্ছে সরকার। যার মাধ্যমে নির্দিষ্ট স্থানে না গিয়েও লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন পেনশন হোল্ডাররা।
জীবন প্রমাণ পোর্টালের মাধ্যমে হবে এই কাজ
জীবন প্রমাণ ওয়েবসাইট (https://jeevanpramaan.gov.in/) বা অ্যাপের মাধ্যমে জমা দিতে পারবেন এই নথি। প্রথমে এই সাইটে শংসাপত্র জমা দিতে অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ডাউনলোড করুন। এখানে রেজিস্ট্রেশন করালেই ডকুমেন্টস জমা দেওয়া যাবে। সেই ক্ষেত্রে Aadhaar number, pension payment order, bank account number, bank name, mobile number জমা দিতে হবে এখানে। এবার যাচাই পর্বে আধারের বায়োমেট্রিক আঙুলের ছাপ নেবে কর্তৃপক্ষ। একবার আপনার যাচাই পর্ব শেষ হলে রেজিস্টার্ড মোবাইলে এসএমএস পাঠাবে অথরিটি। সেখানে আপনার লাইফ সার্টিফিকেট আইডি লেখা থাকবে। পরে চাইলেই এই আইডি দিয়ে লাইফ সার্টিফিকেট বের করে নিতে পারবেন আপনি।
দুয়ারে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লাইফ সার্টিফিকেট
বর্তমানে doorstep banking (DSB) বা দুয়ারে ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণ পত্র জমা দেওয়া যায়। এই বিষয়ে ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে চুক্তি করা হয়েছে। সেই অনুযায়ী, State Bank of India, Bank of Baroda, Punjab National Bank ছাড়াও আরও নির্দিষ্ট ব্যাঙ্কগুলি পেনশনারের কাছে প্রতিনিধি পাঠান। সেই অনুযায়ী জমা করা যায় নির্ধারিত নথি। ব্যাঙ্কের দুয়ারে লাইফ সার্টিফিকেটের পরিষেবা পেতে প্রথমে Doorstep Banking App গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হয় আবেদনকারীকে। অথবা https://doorstepbanks.com/ সাইটে গিয়ে যোগাযোগ করতে হয়। পরে পেনশনারকে নির্দিষ্ট ব্যাঙ্কে ঢুকে দুয়ারে লাইফ সার্টিফিকেটের জমার আবেদন করতে হবে। এই পদ্ধতিতে পেনশন হোল্ডারকে তাঁর পেনশন অ্যকাউন্ট নম্বর জানাতে হবে ব্যাঙ্ককে । এইসব হয়ে গেলে ব্যাঙ্কের কাছে এই পিরষেবা নিতে ন্যূনতম ফি জমা দিতে হবে আবেদনকারীকে। পরবর্তীকালে সেই অনুযায়ী আপনার কাছে ব্যাঙ্ক এজেন্টের নাম এসএমএসে চলে আসবে। একবার এজেন্ট বাড়িতে এলেই ঘরে বসে লাইফ সার্টিফিকেট জমা হয়ে যাবে।
পোস্টম্যানের মাধ্যমে জীবন প্রমাণ পত্র জমা
গত বছর নভেম্বর থেকে শুরু হয়েছে এই পরিষেবা। যেখানে Ministry of Electronics and Information Technology দুয়ারে পোস্টম্যানের মাধ্যমে লাইফ সার্টিফিকেটের ব্যবস্থা করেছে।সেই ক্ষেত্রে Digital Life Certificate পেতে Postinfo App -এর মাধ্যমে জমা দেওয়া যায় যাবতীয় নথি। সেই ক্ষেত্রে ঘরে বসেই পোস্টম্যানের সাহায্যে করা যাবে এই কাজ।
আরও পড়ুন : Post Office Scheme: ৫০,০০০ একবার বিনিয়োগ করে পান ৩,৩০০টাকা
আরও পড়ুন : Post Office Withdrawal Rules: টাকা তোলার নিয়ম বদলাচ্ছে পোস্ট অফিস, আপনার লাভ না ক্ষতি ?