LSG vs GT: আজ ২২ গজে পন্থ-গিল দ্বৈরথ, কখন, কোথায় দেখবেন লখনউ-গুজরাত মহারণ?
IPL 2025: আজ আরও একবার ২২ গজের লড়াইয়ে খেলতে নামবে গিল ব্রিগেড। উল্টোদিকে লখনউ সুপারজায়ান্টস। যাঁরা এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ৬ নম্বরে রয়েছে

লখনউ: আঠারোতম আইপিএল (IPL 2025) যত এগোচ্ছে ততই পয়েন্ট টেবিলে সাপলুডোর খেলার গতি বাড়ছে। প্রথম কয়েক সপ্তাহ পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে তাঁরা। অন্যদিকে শুভমন গিলের নেতৃত্বাধীন গুজরাত টাইটান্স ৫ ম্য়াচে ৪টি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। আজ আরও একবার ২২ গজের লড়াইয়ে খেলতে নামবে গিল ব্রিগেড। উল্টোদিকে লখনউ সুপারজায়ান্টস (Lucknow Supergiants)। যাঁরা এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ৬ নম্বরে রয়েছে। নিজেদের ঘরের মাঠে আজ খেলতে নামবে লখনউ সুপারজায়ান্টস।
আইপিএলে আজকের ম্যাচে কারা মুখোমুখি হতে চলেছে?
আজকের আইপিএলে প্রথম ম্য়াচে লখনউ সুপারজায়ান্টস বনাম গুজরাত টাইটান্সের দ্বৈরথ
কোথায় খেলা হবে লখনউ বনাম গুজরাতের আইপিএলের ম্যাচটি?
লখনউ সুপারজায়ান্টস বনাম গুজরাত টাইটান্সের আজকের ম্যাচটি লখনউয়ের একানা স্টেডিয়ামে খেলা হবে
কখন শুরু হবে লখনউ বনাম গুজরাতের আইপিএলের ম্যাচটি?
আজ শনিবার, ১২ এপ্রিল আইপিএলে লখনউ বনাম গুজরাত টাইটান্সের ম্য়াচটি শুরু হবে বিকেল ৩.৩০ -এ। টস হবে তার আধ ঘণ্টা আগে
কোথায় দেখবেন লখনউ বনাম গুজরাত ম্যাচ?
লখনউ বনাম গুজরাত ম্যাচটি টেলিভিশনে জিও স্টার নেটওয়ার্কে দেখা যাবে।
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। দর্শকরা জিও হটস্টারে আইপিএলের এই ম্যাচটি দেখতে পারবেন।
নিজেদের আগের ম্য়াচে কেকেআরের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে জয় ছিনিয়ে নিয়েছিল লখনউ সুপারজায়ান্টস। ঝোড়ো ইনিংস খেলেছেন নিকালোস পুরাণ। এছাড়াও আগের দিন এইডেন মারক্রামও রান পেয়েছিলেন। তবে লখনউয়ের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট দ্বিগ্বেশ সিংহ রাঠি। তাঁর স্পিনের ছোবলের কুপোকাত হতে হচ্ছে তাবড় তাবড় ব্যাটারদের।
শাস্তি পেলেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা
লিজাড উইলিয়ামস চোটের কবলে পড়ায় করবিন বশকে বদলি হিসাবে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। তিনিও পিএসএলে খেলার বদলে আইপিএলকেই বেছে নেন। এর জেরে কড়া শাস্তি পেলেন প্রোটিয়া অলরাউন্ডার। পেশোয়ার জালমির ডাইমিন্ড বাছাই বশকে পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বছরের জন্য নির্বাসিত করল। অর্থাৎ তিনি পরের বছরে আর পিএসএলে অংশগ্রহণ করতে পারবেন না। চুক্তি ভাঙায় তাঁকে আগেই আইনি নোটিস ধরিয়েছিল পিসিবি। এবার তাঁকে নিষেধ করা হল। শেষ মুহূর্তে পিএসএল থেকে নাম সরিয়ে নেওয়ার জন্য পেশোয়ার জালমি এবং ক্রিকেটপ্রেমীদের কাছে ক্ষমাও চেয়েছেন।
আরও পড়ুন: গ্যালারির গর্জন তাতাচ্ছে মোহনবাগান অধিনায়ককে, অতীত নিয়ে ভাবতে নারাজ গুরু মোলিনা




















