SSC Teacher's Protest : 'পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেব" বলা শিক্ষক 'পাক্কা তৃণমূল'? বিতর্কের মুখে কী বললেন সেই ব্যক্তি?
কলকাতা পুলিশের ভিডিওতে যাঁকে পেট্রোল এনে জ্বালিয়ে দেওয়ার কথা বলতে শোনা যাচ্ছে, তিনি কে? তা নিয়ে এবার সরব হল বিজেপি।

পার্থপ্রতিম ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা : 'পেট্রোল নিয়ে আয়, জ্বালিয়ে দেব' কসবাকাণ্ডের পর কলকাতা পুলিশ যে ভিডিও সামনে এনেছিল, তাতে এক ব্যক্তিকে পেট্রোল এনে জ্বালিয়ে দেওয়ার কথা বলতে শোনা গেছিল। তাঁর রাজনৈতিক পরিচয় নিয়ে এবার শুরু হয়েছে বিতর্ক। একাধিক বিজেপি নেতা সোশাল মিডিয়ায় দাবি করেছেন, ওই ব্যক্তি তৃণমূলের। সেই ব্যক্তিও যে পুরোপুরি অস্বীকার করছেন এমন নয়। কসবাকাণ্ডে চাকরি হারানো শিক্ষকদের পুলিশের লাথি এবং লাঠি মারা নিয়ে যখন নিন্দার ঝড় বয়ে যাচ্ছে, তখন চাকরিহারাদের ঘাড়েই দায় ঠেলতে, এই ভিডিও সামনে এনেছিল কলকাতা পুলিশ।
'এটাতো বুমেরাং হয়ে গেল কচি খোকা', পোস্ট তরুণজ্যোতির
এবার যে ব্যক্তিকে এই কথা বলতে শোনা গিয়েছিল, তিনি কে । কলকাতা পুলিশের ভিডিওতে যাঁকে পেট্রোল এনে জ্বালিয়ে দেওয়ার কথা বলতে শোনা যাচ্ছে, তিনি কে? তা নিয়ে এবার সরব হল বিজেপি। বিজেপির আইনজীবী তরুণজ্য়োতি তিওয়ারি সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। তরুণজ্য়োতি তিওয়ারি লিখেছেন , 'এটাতো বুমেরাং হয়ে গেল কচি খোকা, তৃণমূলের ছেলে তো।। প্রিজাইডিং অফিসার থেকে তৃণমূলকে ভোট লুটে সাহায্য করেছিল পর্যন্ত।। অবশ্যই এটা তৃণমূলের পুরনো চাল।। যতক্ষণ কাজ হবে ব্যবহার করবে এবং কাজ ফুরালেই ভাদু শেখ।'
একই ভিডিও পোস্ট করে বিজেপি কাউন্সিলর সজল ঘোষও ফেসবুকে লিখেছেন, 'দেখুন দেখুন,এই তো বাছাধনের আসল রাজনৈতিক চেহারা, পাক্কা তৃণমূল। নাম - প্রতাপ রায়চৌধুরী।'
কী বলছেন দেবাংশু ?
অন্যদিকে, পাল্টা তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য আবার এই স্ক্রিনশট শেয়ার করে সোশাল মিডিয়ায় লেখেন, "পেট্রোল নিয়ে আয়, আগুন জ্বালিয়ে দেব" বলা শিক্ষকের ফেসবুক পোষ্ট...বাকিটা আপনারা বিচার করুন।"
সিপিএম কী বলছে ?
সিপিএম আবার প্রশ্ন ছুড়ে দিয়েছে , পুলিশ যদি এই ব্য়ক্তিকে চিহ্নিতই করে থাকে, তাহলে তাঁকে গ্রেফতার করা হচ্ছে না কেন?
পুলিশের ব্যাখ্যা
এদিন কলকাতা পুলিশের সাংবাদিক বৈঠকে এনিয়ে প্রশ্ন করা হয় কমিশনারকে। প্রশ্ন করা হয় ওই ব্যক্তিকে কেন গ্রেফতার করা হয়নি?পুলিশ কমিশনার বলেন, 'তদন্তের একটা অংশ গ্রেফতারি। তদন্তের জন্য যা দরকার হবে, তা করা হবে।'
যাঁকে নিয়ে এই বিতর্ক, অর্থাৎ সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে যাঁকে পেট্রোল এনে জ্বালিয়ে দেওয়ার কথা বলতে শোনা যাচ্ছে, সেই প্রতাপ রায়চৌধুরীর দাবি, তিনি পেট্রোল আনার কথা বলেছিলেন অন্য় কারণে! বিজেপি যখন তাঁকে তৃণমূলের বলে দাবি করেছে, তখন প্রতাপ তা পুরোপুরি অস্বীকারও করেননি। তিনি বলছেন, 'নিজেকে জ্বালিয়ে দেওয়ার কথা বলেছি ... বাংলায় আছি জয় বাংলা বলব'। তিনি আরও বলেন, তিনি কোনওদিনই পোলিং এজেন্ট হননি। অফিসার হয়েছেন ।
সব মিলিয়ে চাকরিহারাদের বিক্ষোভে থাকা এই ব্য়ক্তিকে ঘিরে এখন বিতর্ক তুঙ্গে।






















