লকডাউনে দুধ কিনতে বেরিয়ে পুলিশের ঘায়ে যুবকের মৃত্যু! অভিযোগ উড়িয়ে হাওড়া ডিসি সাউথের পাল্টা দাবি ‘হৃদরোগেই মৃত্যু’
লকডাউনের মধ্যে রাস্তায় বেরিয়ে, পুলিশের লাঠির ঘায়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ।
হাওড়া: লকডাউনের মধ্যে রাস্তায় বেরিয়ে, পুলিশের লাঠির ঘায়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ। বুধবার সন্ধেয় এই ঘটনা ঘটেছে হাওড়ার সাঁকরাইলের বানিপুর এলাকায়। মৃতের নাম লাল স্বামী। বয়স ৩২ বছর। মৃতের স্ত্রীর দাবি, এদিন সন্ধেয় তাঁর স্বামী দুধ কিনতে বেরোন। তখনই রাস্তায় জটলা সরাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। লাঠির ঘায়ে লাল আহত হন বলে অভিযোগ। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
পড়ুন: করোনা মোকাবিলায় মমতার পাশে বিরোধীরাও, রাজ্যের ত্রাণ তহবিলে অনুদান লকেট-সুভাষ-শান্তনুদের
হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ রাজ মুখোপাধ্যায় অবশ্য লাঠি চালানোর অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, মৃত ব্যক্তি অসুস্থ ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
পড়ুন: করোনার কোনও ওষুধ আবিষ্কার হয়নি, ভুল তথ্য বিশ্বাস করবেন না, হতদরিদ্র মানুষের খাবার জোগান: মোদি
প্রসঙ্গত, বুধবার পর্যন্ত দেশে নোভেল করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১১ জনের। এদিনই মৃত্যু হয় ৩ জনের। করোনা আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। গুজরাতের আমদাবাদে মৃত্যু মদিনা ফেরত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশের ইনদওরে মৃত ৬৫ বছরের বৃদ্ধা। তামিলনাড়ুর মাদুরাইয়ে মৃত ১।