এক্সপ্লোর
Advertisement
লকডাউনে গাড়ির ব্যাটারি শেষ? জেনে নিন, কী করবেন
যদি প্রথম বা দ্বিতীয়বারেই চালু না হয়, তবে টানা গাড়ি চালু করার চেষ্টা চালিয়ে যাবেন না। বারবার চেষ্টা করলে ব্যাটারি সম্পূর্ণ শেষ হয়ে যাবে।
নয়াদিল্লি: লকডাউনে গাড়ি বার করতে পারেননি। আর এতদিন গ্যারাজে পড়ে থেকে থেকে ব্যাটারিটা পুরোপুরি বসে গিয়েছে। তাই লকডাউন শেষে গাড়ি যখন বার করবেন, তখন ব্যাটারি নিঃশেষিত দেখার পুরোদস্তুর সম্ভাবনা। তাই জেনে নিন, এ ক্ষেত্রে কী করবেন।
উপায় খুব সোজা। ক’দিন পরপর অন্তত ১৫ মিনিটের জন্য গাড়ি চালু করুন। সব থেকে ভাল হয় বাজারে টাজারে যেতে হলে গাড়ি নিয়ে যান। তবে হ্যাঁ, দূরে কোথাও না যাওয়াই ভাল এই লকডাউনের মধ্যে। কিছুক্ষণের জন্য গাড়ি বার করলেই আপনার গাড়ি তার অতি প্রয়োজনীয় ‘ব্যায়ামে’র সুযোগ পাবে।
52074403 - battery warning light
কিন্তু ধরুন, কোনওভাবেই বার হওয়ার সুযোগ পেলেন না, আপনার ব্যাটারি শেষ হয় গেল। তখন কী করবেন? জেনে নিন কিছু উপায়
১. যদি প্রথম বা দ্বিতীয়বারেই চালু না হয়, তবে টানা গাড়ি চালু করার চেষ্টা চালিয়ে যাবেন না। বারবার চেষ্টা করলে ব্যাটারি সম্পূর্ণ শেষ হয়ে যাবে।
২. চালু করার আগে দেখে নিন, গাড়ি ঠিক আছে কিনা। ম্যানুয়াল বা নির্দেশ দেওয়া বইটি পড়ে নিন। ব্যাটারি লিক করতে থাকলে চালু না করে সময়মত পাল্টে ফেলুন।
৩. গাড়ি জাম্প স্টার্ট করতে হলে দরকার জাম্পার কেবল এবং অবশ্যই অন্য একটি গাড়ি, যার ব্যাটারি কাজ করছে। দুটি গাড়িই নিউট্রাল বা পি মোডে থাকবে, তারপর দুই গাড়ির পজিটিভ টার্মিনালে লাল ক্লিপটি লাগিয়ে ফেলুন। আর কালো ক্লিপ থাকবে যে গাড়ি থেকে ব্যাটারি নিচ্ছেন সেটির নেগেটিভ টার্মিনালে। অন্য কালো ক্লিপটি রাখুন একটি আনপেইন্টেড মেটাল সারফেসে, ব্যাটারির পাশে নয়।
৪. এটা হয়ে গেলে যে গাড়ি থেকে ব্যাটারি নিচ্ছেন, তা চালু করুন। মিনিট কয়েক চালু থাকুক সেটি। এবার দেখুন ইন্টিরিয়র লাইট জ্বলেছে কিনা, জ্বললে, আগের গাড়িটি চালু করার চেষ্টা করুন।
৫. ক্লিপগুলি খুলে ফেলুন, গাড়িটি কিছুক্ষণের জন্য চালু করার চেষ্টা করুন। তাতেও কাজ না হলে ব্যাটারি পুরোপুরি শেষ, নতুন কিনতে হবে।
৬. আর যদি ব্যাটারির সাহায্য নেওয়ার জন্য অন্য গাড়ি কাছে না থাকে? সব থেকে ভাল উপায়, গাড়ি চালু করার জন্য তা কাউকে দিয়ে ধাক্কা দিতে থাকুন। মোমেন্টাম তৈরি হলে ক্লাচ ছেড়ে দিন, এরপরই ইঞ্জিন চালু হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement