Lok Sabha Speaker Election: আগামীকাল লোকসভার স্পিকার নির্বাচন, খাড়গের বাসভবনে বৈঠকে TMC-সহ বিরোধীরা..
Lok Sabha Speaker Election 2024: আগামীকাল লোকসভার স্পিকার নির্বাচন,কাল লোকসভায় হাজির থাকতে সাংসদদের হুইপ কংগ্রেসের..
নয়াদিল্লি: আগামীকাল লোকসভার স্পিকার নির্বাচন (Lok Sabha Speaker Election), বৈঠকে 'ইন্ডিয়া' জোট (I.N.D.I.A Alliance)। মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে তৃণমূল-সহ বিরোধীরা। কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দিলেন কল্যাণ-ডেরেক। কাল লোকসভায় হাজির থাকতে সাংসদদের হুইপ কংগ্রেসের।
লোকসভার স্পিকার কে হবেন? তা নিয়ে এবার NDA-র সঙ্গে লড়াইয়ের যাওয়ার সিদ্ধান্ত নিল কংগ্রেস-সহ বিরোধী শিবির। স্পিকার পদের জন্য় বিজেপির সাংসদ ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীরা প্রার্থী করেছে কংগ্রেসের আটবারের সাংসদ কে সুরেশকে। এদিন রাহুল গাঁধী বুঝিয়ে দেন, ডেপুটি স্পিকারের পদ বিরোধীদের ছাড়া না হলে, স্পিকার পদ নিয়ে তাঁরাও লড়াইয়ে যাবেন। বুধবার সকাল এগারোটায় স্পিকার পদের জন্য় ভোটাভুটি হবে।
রাহুল গাঁধী বলেন, 'নরেন্দ্র মোদি মুখে এক বলেন, কাজে আরেক করেন। এটাই তাঁর ফর্মুলা, এটাই তাঁর স্ট্র্য়াটেজি।' লোকসভার স্পিকার কে হবেন? শুরুতেই তা নিয়ে NDA-র সঙ্গে লড়াইয়ের যাওয়ার সিদ্ধান্ত নিল কংগ্রেস-সহ বিরোধী শিবির। লোকসভার স্পিকার সাধারণত নির্বাচন ছাড়া, আলোচনার ছাড়াই ঠিক হয়। কিনতু, সংখ্য়ার বিচারে গত দশ বছরের তুলনায়, এবার লোকসভার চেহারা পাল্টাতেই, স্পিকার নির্বাচন নিয়ে ছবিটাও বদলে গেল।
বিজেপির সাংসদ ওম বিড়লার বিরুদ্ধে বিরোধীরা প্রার্থী করল কংগ্রেসের আটবারের সাংসদ কে সুরেশকে। মঙ্গলবার সকালেই রাহুল গাঁধী বুঝিয়ে দেন, ডেপুটি স্পিকারের পদ বিরোধীদের ছাড়া না হলে, স্পিকার পদ নিয়ে তাঁরাও লড়াইয়ে যাবেন। রাহুল গাঁধী বলেন, রীতি হল, ডেপুটি স্পিকার বিরোধীদের থেকে হয়। আমরা বলেছি, পুরো বিরোধী শিবির বলেছে, যদি প্রথা মানা হয়, তাহলে স্পিকার নির্বাচনে পুরো সমর্থন আমরা দেব। UPA-র সময়ে আমরা করেছিলাম।
সংসদ বিষয়ক মন্ত্রী বলেন,'কংগ্রেস যদি স্পিকার পদে লড়াইয়ের জন্য় মনোনয়ন দিয়ে থাকে, তাহলে সেটা আফশোসের বিষয়। আজ অবধি স্পিকার পদ নিয়ে নির্বাচন হয়নি। যখন কথা হয়, কংগ্রেসের নেতা এসেছিলেন। রাজনাথ সিংহ, অমিত শাহ, NDA-র সব নেতা আমরা ছিলাম। সেখানে কংগ্রেসের নেতা এসে শর্ত দেন, ডেপুটি স্পিকারের পদ দিলে, তবে তাঁরা স্পিকার পদে সমর্থন করবেন। এই আদান-প্রদান, এই প্রার্থী দিয়ে এই প্রার্থী নাও- এটা স্পিকার, ডেপুটি স্পিকারের ক্ষেত্রে করা যায় না। স্পিকারের নির্বাচন আলাদা, ডেপুটি স্পিকার আলাদা। এগুলো জুড়ে দেওয়া ঠিক নয়।'
আরও পড়ুন, শুরু হবে ইন্টারলকিংয়ের কাজ, শনিবার থেকে এই শাখায় বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন বাতিল..
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।