Iran vs Israel Conflict: আয়াতোল্লার বাসভবনের কাছে বিস্ফোরণের শব্দ, উঠল ‘স্বৈরাচারী শাসক নিপাত যাও স্লোগান’, কী অবস্থা ইরানে?
Iran-Israel War: Iran International সংবাদমাধ্যম জানিয়েছে, দেশের সর্বোচ্চ শাসক আয়াকোল্লা আলি খামেনেইয়ের বাসভবনের কাছে তীব্র বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে।

নয়াদিল্লি: ইজরায়েল বনাম হামাস যুদ্ধ চলছেই। সেই আবহেই নয়া যুদ্ধের ইঙ্গিত পশ্চিম এশিয়ায়। এবার মুখোমুখি ইরান এবং ইজরায়েল। গত ২৪ ঘণ্টায় মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র বর্ষণ হয়েছে দুই দেশের মধ্যে। প্রথমে ইজরায়েল হামলা চালায়, তার পর প্রত্যাঘাত করে ইরান। এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত বলে জানা যাচ্ছে। (Iran vs Israel Conflict)
Iran International সংবাদমাধ্যম জানিয়েছে, দেশের সর্বোচ্চ শাসক আয়াকোল্লা আলি খামেনেইয়ের বাসভবনের কাছে তীব্র বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। তেহরানের পাস্তুর স্কোয়্যার এলাকায় থাকেন আলি খামেনেই। সেখানে দেশের প্রেসিডেন্টের বাসভবনও রয়েছে। এদিন সকালে তীব্র শব্দ কেঁপে ওঠে ওই এলাকা। বিস্ফোরণের শব্দও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে তারা। (Iran-Israel War)
পাশাপাশি, ইরানে আয়াতোল্লা বিরোধী বিক্ষোভও নতুন করে দানা বাঁধছে বলে জানা যাচ্ছে। তেহরানে ‘Death to the Dictator’, ‘Death to Khamenei’ (স্বৈরাচারী শাসক নিপাত যাও) স্লোগান শোনা যাচ্ছে বলে জানিয়েছে সেদেশের সংবাদমাধ্যম। বিশেষ করে তেহরানে বিভিন্ন বিল্ডিংয়ের ছাদের উপর থেকে এই স্লোগান ভেসে আসছে বলে বলে জানিয়েছে Iran International. (Ayatollah Ali Khamenei)
#BREAKING A video published by Iranian media purportedly shows intense air defense activities in Tehran's Moniriyeh, near the residence of Iran's Supreme Leader Ali Khamenei and the country's presidential office. pic.twitter.com/kxgVDRK67v
— Iran International English (@IranIntl_En) June 13, 2025
তেহরান এবং ইসফাহানের একাধিক জায়গায় ইজরায়েল হামলা চালিয়েছে বলে জানা যাচ্ছে। পূর্বের হাকিমিয়ে এবং তেরানপারসেও রকেট আছড়ে পড়েছে বলে খবর। তেহরানের মেহরাবাদের বায়ুসেনা ঘাঁটিতে তীব্র বিস্ফোরণ ঘটেছে বলেও শোনা যাচ্ছে। নতুন করে ইরানের বিরুদ্ধে অভিযানের নাম ‘Rising Lion’ রেখেছে ইজরায়েল। প্রত্যাঘাতে ইজরায়েলের উপর যে আঘাত হানা হয়েছে, তার নাম ‘True Promise 3’ রেখেছে ইরান।
গত ২৪ ঘণ্টায় ইরান এবং ইজরায়েলের মধ্যে সংঘাত চরমে পৌঁছে গিয়েছে। ইজরায়েলই প্রথম হামলা চালায় ইরানের উপর। এর পর শুক্র-শনিবার রাতে প্রত্য়াঘাত করে ইরান। আর তাতেই অভিনব দৃশ্য চোখে পড়ে। এতদিন যে Iron Dome ইজরায়েলকে রক্ষা করে আসছিল, ইরানের হামলার মুখে সেটিকে যথেষ্ট সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। ফলে তেল আভিভে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে।
#BREAKING A video shared by Iranian media purportedly shows a huge explosion at an airbase in Tehran's Mehrabad Airport. pic.twitter.com/lYejFWWrpf
— Iran International English (@IranIntl_En) June 13, 2025
আয়াতোল্লা জানিয়েছেন, ইজরায়েলি হামলার কড়া জবাব দেওয়া হবে। তিনি বলেন, “ওরা হামলা চালিয়েছে, বিষয়টা মিটে গিয়েছে ভাববেন না। ওরা শুরু করেছে, সংঘাতের সূচনা ঘটিয়েছে। এত বড় অন্যায় করে ওদের পার পেয়ে যেতে দেব না আমরা।”






















