সেনার উপ-প্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল এমএম নারাভানে
সিনিয়রিটির নিরিখে পরবর্তী সেনাপ্রধান হওয়ার দৌড়ে এগিয়ে লেফটেন্যান্ট জেনারেল নারাভানে।

নয়াদিল্লি: ভারতীয় সেনার উপ-প্রধানের দায়িত্ব তুলে নিলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। তিনি লেফটেন্যান্ট জেনারেল ডি আনবুর স্থলাভিষিক্ত হলেন, যিনি শনিবার অবসর গ্রহণ করেছিলেন। আগামী ৩১ ডিসেম্বর অবসর গ্রহণ করবেন বর্তমান সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। সিনিয়রিটির নিরিখে পরবর্তী সেনাপ্রধান হওয়ার দৌড়ে এগিয়ে লেফটেন্যান্ট জেনারেল নারাভানে। ১৩ লক্ষ শক্তিশালী ভারতীয় স্থলসেনার উপপ্রধান হওয়ার আগে এতদিন ইস্টার্ন কমান্ডের দায়িত্বে ছিলেন নারাভানে। ১৯৮০ সালে শিখ লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টে যোগ দেন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি ও ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির ছাত্র নারাভানে। দীর্ঘ ৩৭ বছরের সামরিক কেরিয়ারে, বহু কমান্ড ও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন ও নেতৃত্ব দিয়েছেন তিনি। জম্মুতে রাষ্ট্রীয় রাইফেলস ব্যাটালিয়নের কমান্ড দেওয়া থেকে শুরু করে দেশের পূব-সীমান্তে ইনফ্যান্ট্রি ব্রিগেডকে নেতৃত্ব দিয়েছেন তিনি। পাশাপাশি, শ্রীলঙ্কা ভারতীয় শান্তিবাহিনীকে নেতৃত্ব দেন। ময়ানমারে ভারতীয় দূতাবাসে ডিফেন্স অ্যাটাশে হিসেবেও কাজ করেছেন তিনি। এদিকে, কলকাতায় নারাভানের জায়গায় ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-সি) হলেন লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। এর আগে নয়াদিল্লিতে সেনা সদর দফতরে ডিজিএমও(ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স)-এর দায়িত্বে ছিলেন কলকাতার কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্র চৌহান।






















