LTTE Leader Alive: বেঁচে রয়েছে এলটিটিই প্রধান, প্রভাকরণকে নিয়ে চাঞ্চল্যকর দাবি টিএনএম নেতার
Startling Claim About Prabhakaran: 'তামিল টাইগার্স'-র প্রাক্তন প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণকে নিয়ে ফের রহস্যের খাসমহল। কারণ তামিল ন্যাশনালিস্ট মুভমেন্টের নেতা পি নেদুমারাম সোমবার দাবি করেছেন, বহাল তবিয়তে রয়েছেন প্রভাকরণ।
চেন্নাই: জীবিত না মৃত? 'তামিল টাইগার্স'-র (LTTE Chief) প্রাক্তন প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণকে (Prabhakaran) নিয়ে ফের রহস্যের খাসমহল। কেন? কারণ তামিল ন্যাশনালিস্ট মুভমেন্টের নেতা পি নেদুমারান (P Nedumaran) সোমবার সাংবাদিকদের সামনে দাবি করেছেন, বহাল তবিয়তে রয়েছে প্রভাকরণ। এমনকি পরিবারের সঙ্গে যোগাযোগও রয়েছে তার। উপযুক্ত সময় মতো সে প্রকাশ্যেও আসবে। খবর ছড়াতেই তোলপাড় নানা মহলে। ২০০৯ সালে তা হলে কার মৃত্যুর ছবি ছাপা হয়েছিল?
তীব্র আলোড়ন...
টিএনএম নেতার দাবির সত্যাসত্য যাচাই করেনি এবিপি আনন্দ। তবে তাঞ্জাভুরে সাংবাদিকদের সঙ্গে সোমবার নেদুমারান যে ভঙ্গিতে কথা বলছিলেন তাতে অনেকেরই বিশ্বাস টাল খেয়ে যেতে পারে। তামিল ন্যাশনালিস্ট মুভমেন্টের প্রেসিডেন্ট ও ওয়ার্ল্ড তামিল কনফেডারেশনের প্রতিষ্ঠাতার অনড় দাবি, বহাল তবিয়তে রয়েছে প্রভাকরণ। পরিবারের সঙ্গে যোগাযোগ রাখে সে। কিন্তু এই মুহূর্তে কোথায়? সেই ব্যাপারে মুখে কুলুপ বর্ষীয়ান টিএনএম নেতার। যদিও এটি জানিয়ে দিলেন, সোমবার 'তামিল টাইগার্স' -র প্রাক্তন প্রধানকে নিয়ে তিনি যে এই বোমা ফাটাবেন তা প্রভাকরণের পরিবারের অজানা নয়। আরও নির্দিষ্ট করে বললে, প্রভাকরণের আত্মীয়দের অনুমোদন নিয়েই সোমবার সবটা জানিয়েছেন তিনি।
হঠাৎ প্রকাশ্যে কেন?
এককথায় শ্রীলঙ্কার বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতি। এটিই প্রভাকরণের 'অন্তরাল' ভেঙে সামনে আসার আদর্শ সময়, জানিয়েছেন বর্ষীয়ান নেদুমারান। তবে কখন কী ভাবে সে প্রকাশ্যে আসবে, সেটা স্পষ্ট নয়। যদিও একটি বিষয় নিয়ে ধন্দ নেই বর্ষীয়ান নেতার। 'তামিল এলম' তৈরির ব্যাপারে বিশদ পরিকল্পনা তৈরি প্রভাকরণের। ইতিহাস বলছে, ২০০৯ সালে শ্রীলঙ্কার সেনা যখন 'এথনিক ওয়ার'-র চূড়ান্ত পর্যায়ে, তখনই এলটিটিই প্রধানের মৃত্যুর কথা ঘোষণা করা হয়। শ্রীলঙ্কার হাজার হাজার তামিল বাসিন্দার হত্যার অভিযোগে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে যুদ্ধাপরাধেরর মামলা করতে চেয়েছিল বহু রাজনৈতিক দল। সেই ঘটনাপ্রবাহের পর ভারত মহাসাগর, আরব সাগর ও বঙ্গোপসাগরে বহু ঢেউ উঠেছে। দ্বীপরাষ্ট্রের রাজনীতি ও অর্থনীতি ব্যাপক ওঠানামার মধ্যে দিয়ে গিয়েছে। গত কয়েক বছর ধরে ফের উত্তাল শ্রীলঙ্কা। এর মধ্যে প্রভাকরণের বেঁচে থাকার খবর শুনে শ্রীলঙ্কার প্রাক্তন এমপি শিবজিলিঙ্গমের টিপ্পনি, যে দেহ পাওয়া গিয়েছিল সেটি যে প্রভাকরণের তা শ্রীলঙ্কার সরকার চিহ্নিত করতে পারেনি। তবে কি তার বেঁচে থাকার জল্পনায় প্রাক্তন এমপিও সিলমোহর দিচ্ছেন? উত্তর নেই, আপাতত অপেক্ষা সময়ের।
আরও পড়ুন:মোদির মুখে 'তেজস' স্তুতি! শুরু এশিয়ার বৃহত্তম এয়ারোস্পেস শো 'এয়ারো ইন্ডিয়া ২০২৩'