Madhya Pradesh Bus Accident : সেতুর রেলিং ভেঙে নদীখাতে বাস ! হাহাকার, একের পর এক মৃত্যু
Bus Accident: খারগোনের এক সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায় বাসটি। সূত্রের খবর বাসটিতে যাত্রীসংখ্যা ছিল ৫০ এর বেশি।
ভোপাল : মধ্যপ্রদেশের ( Madhya Pradesh ) খারগোনে মর্মান্তিক বাস দুর্ঘটনা ( Bus Accident ) প্রাণ কেড়ে নিল ২২ জনের। জখম ২০ র বেশি । জানা গিয়েছে, বাসটি মধ্যপ্রদেশের শ্রীখণ্ডি থেকে ইনদৌরে যাচ্ছিল। সেই সময় খারগোনের এক সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায় বাসটি। সূত্রের খবর বাসটিতে যাত্রীসংখ্যা ছিল ৫০ এর বেশি।
মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছে সে-রাজ্যের সরকার। ক্ষতিগ্রস্ত যাত্রীদের পরিবারগুলিকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার হবে। তেমনই ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার। সূত্রের দাবি, যাওয়ার সময় বোরাদ নদীর সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায় বাস। দুর্ঘটনাস্থলটি ডান্সওয়া ও ডোঙ্গারগাঁওয়ের মধ্যে। এই বাসে ৫০ জনের বেশি যাত্রী ছিল।
সেতুর রেলিং ভেঙে বাসটি নদীতে পড়ে যেতে দেখে স্থানীয়রাই প্রথম উদ্ধারের কাজে ছুটে আসেন । বাসটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেশন কয়েকজন জলে ডুবে যান। পরে উদ্ধার করা হয় তাঁদের প্রাণহীন দেহ। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায় এখন তারই অপেক্ষা।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশের কর্তাব্যক্তিরা। কীভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা, তা জানে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে পুলিশের প্রথামিক ধারণা, নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি রেলিং ভেঙে পড়ে যায়।
15 dead, 25 injured after bus falls off bridge in MP's Khargone; ex-gratia announced
— ANI Digital (@ani_digital) May 9, 2023
Read @ANI Story | https://t.co/RwRbT3qs5b#Accident #MadhyaPradesh #Khargone #BusAccident pic.twitter.com/g6htSv9VjP
মধ্যপ্রদেশ সরকারেরতরফে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। যাঁরা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁদেরও সরকারের পক্ষ থেকে সাহায্য দেওয়া হবে। মৃতেদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে দেবে মধ্যপ্রদেশ সরকার। গুরুতর আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা দেওয়া হবে। যাঁদের জখম গুরুতর নয়, তাঁরাও সরকারি সাহায্য পাবেন। পরিবার পিছু ২৫ হাজার করে দেবে মধ্যপ্রদেশ সরকার।