এক্সপ্লোর
Advertisement
প্রধানমন্ত্রী মোদির জন্মদিন: ‘অন্ন উত্সব’ মধ্যপ্রদেশ সরকারের, ১ টাকা কেজিতে চাল, গম, নুন
এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্সবের আওতায় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত ৩৭ লক্ষ লোককে অন্নপূর্ণা যোজনায় রেশন সরবরাহের জন্য় এলিজিবিলিটি স্লিপ দেওয়া হবে। স্কিমের আওতায় অটোচালকদের নিয়ে আসার জন্যও সংশ্লিষ্ট কর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন জন্মদিনের প্রাক্কালে ১৬ সেপ্টেম্বর ‘অন্ন উত্সব’ পালন করবে মধ্যপ্রদেশের শিবরাজ চৌহান সরকার। বিজেপি সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী অন্ন উত্সবের আওতায় সুবিধা পাবেন গরিবি রেখার (বিপিএল) নিচে বসবাসকারী প্রায় ৩৭ লক্ষ নতুন উপভোক্তা। তাঁদের চড়া ভর্তুকি দিয়ে ন্যূনতম দামে খাদ্যশস্য দেবে রাজ্য সরকার। ১ টাকা কেজিতে চাল, গম, নুন পাবেন তাঁরা। একথা জানিয়েছে রাজ্য়ের খাদ্য ও গণবন্টন দপ্তর। শিবরাজ আগেই প্রধানমন্ত্রীকে তাঁর জন্মদিনের প্রাক্কালে এহেন কর্মসূচি পালন করতে চায় বলে জানিয়েছিলেন।
রবিবার বিকেলে শিবরাজ মন্ত্রিসভার বৈঠক হয়, ৩৭ লক্ষ বিপিএল গ্রাহককে ভর্তুকি দামে রেশন সরবরাহের জন্য যোগ্যতার প্রমাণ স্বরূপ স্লিপ বিলির কাজ কতটা এগিয়েছে, তা খতিয়ে দেখার জন্য়। এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্সবের আওতায় খাদ্য সুরক্ষা আইনের আওতাভুক্ত ৩৭ লক্ষ লোককে অন্নপূর্ণা যোজনায় রেশন সরবরাহের জন্য় এলিজিবিলিটি স্লিপ দেওয়া হবে। স্কিমের আওতায় অটোচালকদের নিয়ে আসার জন্যও সংশ্লিষ্ট কর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গোটা কর্মসূচিটি রূপায়ণে সামিল করা হবে রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দপ্তর ও গ্রামোন্নয়ন দপ্তর, খাদ্য ও গণবন্টন বিভাগকে।
সরকারি তথ্য অনুসারে বর্তমানে রাজ্যে ১.১৬ কোটির বেশি লোক, বিপিএল তালিকায় পড়েন। রয়েছেন অন্ত্যোদয় কার্ড হোল্ডাররাও। সকলে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় আছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement