Crime News: ঘুরতে যাওয়ার পথে আক্রান্ত ২ সেনা অফিসার, সঙ্গী মহিলার উপর নারকীয় অত্যাচার দুষ্কৃতীদের
Madhya Pradesh: মধ্যপ্রদেশের ইনদওরের কাছে একটি এলাকার ঘটনা। এখনও পর্যন্ত ২জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্য়ে একজনের অপরাধের পুরনো রেকর্ড রয়েছে।
ভোপাল: ফের ভয়াবহ নারী নির্যাতনের ঘটনা। এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশ। ভোপালের রাস্তায় বন্দুক নলের মুখে রেখে ধর্ষণের অভিযোগ উঠল। দুই প্রশিক্ষণরত সেনা অফিসারের সঙ্গে থাকা মহিলার উপর অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ। প্রবল মারধর করা হয়েছে ওই ২ প্রশিক্ষণরত সেনা অফিসারকে। অভিযোগ উঠছে একদল সশস্ত্র দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধের ঘটনা (Crime Against Women)
এনডিটিভি সূত্রের খবর, ওই ঘটনায় এখনও পর্যন্ত ২জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্য়ে একজনের অপরাধের পুরনো রেকর্ড রয়েছে।
ইনদওরের কাছে Mhow আর্মি কলেজ রয়েছে। সেখানেই প্রশিক্ষণরত ওই ২জন আর্মি অফিসার। তাঁরা ২ মহিলা বন্ধুর সঙ্গে ওই দিন বিকেলে পিকনিকে গিয়েছিলেন। সেখানেই হঠাৎ ৮ জনের দুষ্কৃতীদল তাঁদের ঘিরে ফেলে। অভিযোগ দুষ্কৃতীদের হাতে আগ্নেয়াস্ত্র ও ধারাল অস্ত্র ছিল। ওই দুই সেনা অফিসার এবং তাদের ২ বন্ধুর উপর হামলা করা হয়, তাদের বেধড়ক মারধর করা হয়। টাকা এবং অন্য সামগ্রীও লুঠ করা হয়। বাধা দেওয়ায় আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে ওই দুষ্কৃতীরা। এক মহিলার উপর অত্যাচার করা হয়। এরপর এক সেনা অফিসার ও তাঁর সঙ্গী এক মহিলাকে আটকে রাখে দুষ্কৃতীরা। অন্য সেনা অফিসার ও তাঁর সঙ্গীকে বলা হয় ১০ লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে আসতে। ওই অফিসার দ্রুত এসে নিজের ইউনিটে জানায়। সেই সময় ওই ইউনিটের কমান্ডিং অফিসার দ্রুত পুলিশকে খবর দেন। পুলিশ ও সেনা জওয়ানরা দ্রুত ওই ঘটনাস্থলে যান। কিন্তু তাদের গাড়ি দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
স্থানীয় হাসপাতালে আক্রান্ত ৪ জনের চিকিৎসা ও শারীরিক পরীক্ষা করা হয়েছে। পিটিআই সূত্রের খবর,শারীরিক পরীক্ষায় জানা গিয়েছে ওই চারজনের দলে থাকা এক মহিলাকে ধর্ষণ করা হয়েছে। ২জনকে জেরা করা বাকি দুষ্কৃতীদের ধরার চেষ্টা করা হচ্ছে বলে স্থানীয় পুলিশ সূত্রের খবর।
PTI SHORTS | Madhya Pradesh: Two Army officers out on picnic attacked, their woman friend raped near Mhow
— Press Trust of India (@PTI_News) September 12, 2024
WATCH: https://t.co/XA9azw0oh9
Subscribe to PTI's YouTube channel for in-depth reports, exclusive interviews, and special visual stories that take you beyond the…
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বাবা-মার বয়স বাড়ছে? আর চিন্তা নেই, বিনামূল্যে স্বাস্থ্যবিমার নয়া সুযোগ হাতের মুঠোয়