Health Insurance: বাবা-মার বয়স বাড়ছে? আর চিন্তা নেই, বিনামূল্যে স্বাস্থ্যবিমার নয়া সুযোগ হাতের মুঠোয়
Ayushman Bharat: ৭০ বছর বা তার বেশি বয়সের সবাই এই বিমার আওতায় আসবেন। রয়েছে আরও নানা সুবিধা
কলকাতা: দেশের বৃদ্ধ নাগরিকদের জন্য বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। ৭০ বছর বা তার ঊর্ধ্বে বয়স হলেই যে কোনও ভারতীয় নাগরিক এবার থেকে সরকারি স্বাস্থ্য বিমার আওতায় আসবেন। ৭০ বা তার বেশি বয়স হলেই সেই নাগরিক নথিভুক্ত হবেন আয়ুষ্মান ভারত- প্রকল্পে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা ঘোষণা করেছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB PM-JAY)। পরিবারপিছু ৫ লক্ষ টাকার বিমামূল্য থাকছে, যা সম্পূর্ণ বিনামূল্যে। কেন্দ্রীয় সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে জানানো হয়েছে- এবার থেকে ৭০ বছর বা তার বেশি বয়স হলে সেই ভারতীয় নাগরিক, তিনি যে আর্থ-সামাজিক স্তরেরই হোক না কেন তিনি AB PM-JAY প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন। যাঁরা যোগ্য প্রাপক তাঁরা AB PM-JAY -এর একটি আলাদা কার্ড পাবেন।
বিশেষ সুবিধা:
যে পরিবারগুলি ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত যোজনায় অন্তর্ভুক্ত রয়েছেন। সেই পরিবারে যে সদস্য ৭০ বছর বা তার বেশি বয়সের, তিনি প্রতিবছরে অতিরিক্ত ৫ লক্ষ টাকার টপ আপ কভার পাবেন (এই টাকা পরিবারের অন্য সদস্য, যাঁরা ৭০ বছরের নীচে তাঁদের সঙ্গে ভাগ-বাঁটোয়ারা করতে হবে না।)
৭০ বছর এবং তার বেশি বয়সের যে নাগরিকরা অন্যান্য সরকারি স্বাস্থ্যবিমার আওতায় রয়েছেন- যেমন CGHS, Ex-Servicemen Contributory Health Scheme বা Ayushman Central Armed Police Force. তাঁরা হয় এই বিমাতেই থাকতে পারেন অথবা চাইলে AB PM-JAY-এ আসতে পারেন। এছাড়া এই বয়সের যাঁরা বেসরকারি স্বাস্থ্যবিমা বা ESI বিমানর অধীনে রয়েছেন তাঁরাও এই সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
১১ সেপ্টেম্বর X হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, 'প্রতিটি নাগরিক যাতে সহজে ভাল মানের স্বাস্থ্য পরিষেবা পান সেই কাজ করতে আমরা বদ্ধপরিকর।'
We are committed to ensuring accessible, affordable and top quality healthcare for every Indian. In this context, the Cabinet today has decided to further expand the ambit of Ayushman Bharat PM-JAY to provide health coverage for all citizens above 70 years. This scheme will…
— Narendra Modi (@narendramodi) September 11, 2024
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: দুর্গাপুজোর আগেই ধন-সম্পদের জোয়ার! সেপ্টেম্বরে শুধু এটা করলেই ফিরবে ভাগ্য