Liquor Bottles Ban: কাচের বোতলে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা ! জবাবে কী বলল আদালত ?
Court on glass liquor bottles: মদের দোকানে বন্ধ করে দেওয়া হোক কাচের বোতলে মদ বিক্রি। সম্প্রতি এমনই একটি জনস্বার্থ মামলার আবেদন দায়ের হয়েছিল হাইকোর্টে। সব শুনে কী বলল আদালত ?
Liquor Bottles Ban: কাচের বোতলে মদ বিক্রিতে জারি হোক নিষেধাজ্ঞা! রাজ্য পরিচালিত মদের দোকানে বন্ধ করে দেওয়া হোক কাচের বোতলে মদ বিক্রি। সম্প্রতি এমনই একটি জনস্বার্থ মামলার আবেদন দায়ের হয়েছিল হাইকোর্টে। সব শুনে কী বলল আদালত ?
Liquor Bottles Ban: এদিন এই জনস্বার্থ মামলার আবেদনের কথা শুনেই তা খারিজ করে দেয় মাদ্রাজ হাইকোর্ট। পিটিশনার বা আবেদনকারীকে আদালত জানিয়ে দেয়, কাচের বোতল ব্যবহারের বিরুদ্ধে কোনও আইন নেই। কাচের মদের বোতলের বিরুদ্ধে কোনও নির্দেশিকা জারি করলে তার বিরূপ প্রভাব পড়বে। কারণ অনেক ভোগ্যপণ্য কাচের বোতলে বিক্রি হয়।
High court On ban: এ প্রসঙ্গে নিজেদের পর্যবেক্ষণ দেন মাদ্রাজ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মুনিশ্বর নাথ ভান্ডারি ও বিচারপতি ডি. ভরত চক্রবর্তী। এই ধরনের জনস্বার্থ মামলার কথা শুনেই তা খারিজ করে দেন তাঁরা। মূলত, রাজ্য পরিচালিত মদের দোকানে কাঁচের বোতলে মদ বিক্রি নিয়ে জনস্বার্থ মামলার আবেদন করেন শ্রীরঙ্গমের রঙ্গরাজন নরসিং। মামলাকারী দাবি করেন, কাঁচের বোতলে মদ ব্যবহারের ফলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। অনেক ক্ষেত্রেই কাচের বোতল কৃষিজমিতে ফেলে দেওয়া হচ্ছে।যার মাশুল গুণতে হচ্ছে কৃষকদের।
Court On glass liquor bottles: কাচের বোতলে মদ বিক্রি প্রসঙ্গে মামলকারী বলেন, ''মদ্যপদের জন্য বর্তমানে কৃষকদের কাছে কৃষিকাজ একটা ঝুকিঁর বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন কাচের টুকরো জমিতে ক্ষতি করছে তাদের। চাষাবাদের আগে নিত্যদিন জমি থেকে মদের বোতলের টুকরো পরিষ্কার করতে হচ্ছে। তবেই চাষের কাজ করতে পারছেন তাঁরা। দিনের বেলায় তারা চাষাবাদ করলেও রাতে এই জমি দখলে চলে যাচ্ছে মদ্যপদের। তারাই জমিতে কাচের বোতল ফেলে যাচ্ছে।'' হাইকোর্টে এই জনস্বার্থ মামলার আবেদনের ভিত্তিতে একটি গবেষণারও উল্লেখ করেন রঙ্গরাজন নরসিংহ। যেখানে প্লাস্টিকের থেকে কাচকে বেশি ক্ষতিকর বলে উল্লেখ করেছেন গবেষকরা।