Maharashtra Politics: মহারাষ্ট্রে ফের মহানাটক, NCP থেকে BJP-র ছত্রছায়ায় অজিত, শুরুতেই পেয়ে গেলেন উপমুখ্যমন্ত্রীর পদ
Ajit Pawar: এনসিপি সূত্রে জানা যাচ্ছে, ৫৩ জন এনসিপি বিধায়কের মধ্যে অজিতের পক্ষে ৪৩ জনের সমর্থন রয়েছে।
মুম্বই: মহারাষ্ট্র রাজনীতিতে ফের মহানাটকীয় পরিস্থিতি (Maharashtra Politics)। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিতে (NCP) ফের বিদ্রোহ। আবারও বিদ্রোহ ঘটালেন সেই অজিত পওয়ারই (Ajit Pawar)। আর তাতে শুরুতেই ছক্কা হাঁকালেন তিনি। মহারাষ্ট্রে একমাথ শিন্ডে সরকারে উপমুখ্যমন্ত্রী নিযুক্ত হলেন তিনি। বিজেপি-র দেবেন্দ্র ফড়নবীসের সঙ্গে দায়িত্ব ভাগ করে নেবেন তিনি। এনসিপি সূত্রে জানা যাচ্ছে, ৫৩ জন এনসিপি বিধায়কের মধ্যে অজিতের পক্ষে ৪৩ জনের সমর্থন রয়েছে।
কোটি কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত অজিত ২০১৯ সালেও বিদ্রোহ ঘোষণা করেন। শিবসেনা (উদ্ধব ঠাকরে)-কংগ্রেস-এনসিপি-র মহা আঘাডি জোট ছেড়ে বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়ার পথে এগোন। ফড়নবীস মুখ্যমন্ত্রী তিনি উপমুখ্যমন্ত্রী হবেন বলে ঠিক হয়ে যায়। সে যাত্রায় কোনও রকমে পরিস্থিতি সামলে নেন NCP প্রধান শরদ পওয়ার। অজিত ফের মহা আঘাডি জোটে ফেরেন।
কিন্তু তার পর থেকেই NCP-তে কার্যত কোণঠাসা হয়ে পড়েছিলেন। একনাথ শিন্ডে বিদ্রোহ ঘোষণা করার পর উদ্ধবের নেতৃত্বাধীন জোয় সরকার যখন পড়ে যায়, আরও জোরাল হয় অজিতের দলবদলের জল্পন। রবিবার তাতেই সিলমোহর পড়ল। বিজেপি-তে গিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। তাঁরাই আসল NCP বলেও দাবি করছেন অজিতের অনুগামীরা।
আরও পড়ুন: Bonus Shares 2023: আগামী সপ্তাহে বোনাস দেবে এই ৩টি শেয়ার, আপনার অ্যাকাউন্টে কত টাকা আসবে
এদিনই রাজভবনে গিয়ে শপথ গ্রহণ করেন অজিত। তাঁর সঙ্গে মহারাষ্ট্র মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেন ছগন ভুজবল, দিলীপ ওয়ালসে পাটিল, অদিতি ততকারে, ধনঞ্জয় মুন্ডে, হাসান মুশরিফ, রামরাজে নিম্বালকর, সঞ্জয় বনসোড়ে এবং অনিল ভাইদাস পাটিল। অজিতকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী একনাথ বলেন, "এই মুহূর্তে একজন মুখ্যমন্ত্রী এবং দুই জন উপমুখ্যমন্ত্রী আমাদের। ডাবল ইঞ্জিন সরকার এখন ট্রিপল ইঞ্জিন সরকার হল। অজিত পওয়ার এবং তাঁর নেতাদের স্বাগত। অজিত পওয়ারের অভিজ্ঞতা মাদের সহায়ক হবে।"
সূত্রের খবর, দলে ক্রমশই কোণঠাসা হয়ে পড়ছিলেন অজিত। তবে শেষ পর্যন্ত NCP-তে নিজের উত্তরাধিকার হিসেবে শরদ তাঁকেই বেছে নেবেন বলে আশা ছিল তাঁর। কিন্তু সম্প্রতি নিজের মেয়ে, সাংসদ সুপ্রিয়া সুলেকে মহারাষ্ট্রে NCP-র দায়িত্ব অর্পণ করেন শরদ। অজিত বরাবর ওই পদে অধিষ্ঠিত হতে আগ্রহী ছিলেন, যা কারণে মহারাষ্ট্র বিধানসভার বিরোধী দলনেতার পদ থেকেও সরে দাঁড়ান। কিন্তু শেষ মেশ দলের দায়িত্ব না পেয়েই অজিত BJP-তে গিয়ে উঠলেন বলে মনে করা হচ্ছে।