Maharashtra : আটদিন পর প্রথম প্রকাশ্যে শিণ্ডে, বিদ্রোহীদের চিঠি লিখে আলোচনার আহ্বান উদ্ধবের
মহারাষ্ট্র ছাড়ার আটদিন পর, মঙ্গলবার প্রথম প্রকাশ্যে এলেন বিদ্রোহী শিবসেনা বিধায়ক একনাথ শিণ্ডে। অন্যদিকে এদিনই বিদ্রোহীদের চিঠি লিখে ফের একবার আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিক, মুম্বই ও গুয়াহাটি : মহারাষ্ট্রে অব্যাহত রাজনৈতিক টানাপোড়েন। উদ্ধব ঠাকরে সরকার পড়বে কি না, সেই প্রশ্নের উত্তর যেমন এখনও নেই। তেমনই বিজেপি শাসিত অসমে শিবসেনার বিদ্রোহী বিধায়করা আর কতদিন ফাইভ স্টার হোটেলে ঘাঁটি গেঁড়ে থাকবেন তাও স্পষ্ট নয়। কেন একনাথ শিণ্ডের নেতৃত্বাধীন বিদ্রোহী বিধায়করা মুম্বইয়ে ফিরছেন না? কেন এখনও অবধি অনাস্থা প্রস্তাব আনা হল না?বিজেপি কি বিদ্রোহী শিবসেনা বিধায়কদের হাত ধরে মহারাষ্ট্রে ক্ষমতায় আসতে চলেছে? প্রায় এক সপ্তাহ ধরে রাজনৈতিক টালমাটালের পরও এই সব প্রশ্নের স্পষ্ট উত্তর এখনও অধরা।
প্রকাশ্যে শিবনাথ শিণ্ডে, চিঠি উদ্ধবের
মুম্বই ছাড়ার ৮ দিন বাদে মঙ্গলবার প্রথম জনসমক্ষে এলেন বিদ্রোহী শিবসেনা বিধায়ক একনাথ শিণ্ডে। আর এদিনই বিদ্রোহী দলীয় বিধায়কদের উদ্দেশে ফের আলোচনায় বসার আহ্বান জানালেন উদ্ধব ঠাকরে। একনাথ শিণ্ডে চ্যালেঞ্জ ছুড়ে দাবি করলেন, তাঁর সঙ্গে ৫০ জন বিধায়ক রয়েছেন। অন্যদিকে, উদ্ধব দাবি করলেন, বিদ্রোহীদের মধ্যে ১৫-২০ জন তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন।
দিন যত এগোচ্ছে, মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাসপেন্স ততই বাড়ছে। সংখ্যাগরিষ্ঠতার দাবি করলেও, এখনও অবধি মুম্বই থেকে দূরে গুয়াহাটিতেই বসে রয়েছেন বিদ্রোহী একনাথ শিণ্ডে। অন্যদিকে, হাতে সংখ্যা না থাকলেও, সরকার ধরে রাখার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধব ঠাকরে।
মঙ্গলবার গুয়াহাটিতে থাকা বিদ্রোহী বিধায়কদের উদ্দেশে চিঠি লিখে ফের একবার মুম্বই ফেরার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তিনি লিখেছেন, আমি জানি আপনারা অনেকদিন ধরে গুয়াহাটিতে আটকে রয়েছেন। সব খোঁজ-খবর আমি পাচ্ছি। আপনাদের অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আপনারা মন থেকে শৈবসৈনিক। আসুন কথা বলে, রাস্তা খুঁজি। আমার আবেদন, এখনও সময় চলে যায়নি। আসুন, আমার সঙ্গে আলোচনায় বসে, সব সন্দেহ দূর করুন। তারপর আমরা ঠিক একটা না একটা রাস্তা বার করব। শিবসেনা আপনাদের যে সম্মান দিয়েছে, তা আপনারা আর কোথাও পাবেন না। শিবসেনা পরিবারের প্রধান হিসেবে আমি আপনাদের নিয়ে উদ্বিগ্ন।
আরও পড়ুন- গ্যাংটকে ধস, বাড়ি-গাছ চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু কয়েকজনের, তাদংয়ে বাস উল্টে আহত ২২