Maharashtra Blast: মহারাষ্ট্রে ভয়ঙ্কর বিস্ফোরণ অর্ডিন্যান্স কারখানায়, ৫ কর্মীর মৃত্যু, আটকে বহু
সংবাদসংস্থা এএনআইকে ওই জেলার এক আধিকারিক জানিয়েছেন, ভাণ্ডারা জেলার জওহরনগরের অর্ডিন্যান্স কারখানায় বিস্ফোরণের পর দ্রুত দমকল ও অ্যাম্বুলেন্স পৌঁছেছে।

মুম্বই: মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলায় অর্ডিন্যান্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। এই ভয়ঙ্কর ঘটনায় এখনও পর্যন্ত ৫ কর্মচারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজনের আহত হওয়ার আশঙ্কাও রয়েছে। এখনও ওই কারখানায় বহু কর্মচারীর আটকে থাকার আশঙ্কা রয়েছে। ভাণ্ডারা জেলার জওহরনগরের অর্ডিন্যান্স কারখানায় বিস্ফোরণটি ঘটে।
Many workers were feared dead after a massive blast was reported at an ordnance factory near #Maharashtra's #Nagpur on Friday morning.
— Hate Detector 🔍 (@HateDetectors) January 24, 2025
The explosion at the factory in Maharashtra's #Bhandara was of such an intensity that it was heard from 5 km away.
Rescue and medical staff are… pic.twitter.com/K9cATQvY58
এই ঘটনার তীব্রতায় ছাদ ভেঙে গিয়েছে। সংবাদসংস্থা এএনআইকে ওই জেলার এক আধিকারিক জানিয়েছেন, ভাণ্ডারা জেলার জওহরনগরের অর্ডিন্যান্স কারখানায় বিস্ফোরণের পর দ্রুত দমকল ও অ্যাম্বুলেন্স পৌঁছেছে। দমকলকর্মীরা আটকে থাকা কর্মচারীদের বের করে আনার চেষ্টা করছেন। এদিকে বিস্ফোরণের জেরে কারখানার ছাদটি ভেঙে পড়েছে। জেসিবি দিয়ে তা দ্রুত সরানোর কাজও শুরু হয়েছে।
After the accident blast in Ordnance Factory Jawahar Nagar Bhandara, firefighters and ambulances have been dispatched to the spot, rescue operation is currently underway. A roof has collapsed which is being removed with the help of JCB. A total of 12 people are reported to be…
— ANI (@ANI) January 24, 2025
আরও পড়ুন, 'চিৎকার করছে কাঁদছিল জেহ, এরপর দেখি... ' পুলিশের কাছে বয়ানে বিস্ফোরক দাবি সেফের
প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, বিস্ফোরণটি কারখানার যে অংশে ঘটেছে সেখানে আরডিএক্স উৎপাদনের জন্য কাঁচামাগুলিকে প্রক্রিয়াজাত করার কাজ চলত। বিস্ফোরণের শব্দ প্রায় ৫ কিলোমিটার দূরে শোনা গেছে। বিস্ফোরণের সঠিক কারণ এখনও নির্ণয় করা যায়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
