Mahua Moitra Unparliamentary Language : লোকসভায় অসংসদীয় শব্দ প্রয়োগ, BJP র প্রতিবাদের মুখে কী জবাব দিলেন মহুয়া
Mahua Moitra : মঙ্গলবার মহুয়া মৈত্রর মন্তব্যে বিতর্ক তুঙ্গে ওঠে। নিজের মন্তব্য নিয়ে মহুয়ার অবস্থান স্পষ্ট। তিনি বলেন ....
নয়াদিল্লি : আদানি ( Adani ) ইস্যুতে মঙ্গলবারও উত্তাল ছিল সংসদ ( Parliament )। গত কয়েকদিনে বারবার মুলতুবি হয়েছে সংসদ অধিবেশন ( Parliament Budget Session ) । মঙ্গলবারও একই ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতি ছিল লোকসভায়। তার মধ্যেই আগুনে ঘি ঢালে মহুয়া মৈত্রর ( Mahua Moitra ) একটি মন্তব্য। লোকসভায় বক্তব্যে অসংসদীয় ভাষার প্রয়োগ করেন তিনি।
কী বলেছেন মহুয়া ?
মহুয়া মৈত্রর মন্তব্যে বিতর্ক তুঙ্গে ওঠে। ANI এর পোস্ট করা একটি ভিডিও-য় দেখা যাচ্ছে রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের উপর লোকসভায় বক্তব্য রাখছিলেন সাংসদরা। সেই সময়ই আপত্তিকর শব্দ প্রয়োগ করেন তৃণমূল সাংসদ। নিজের বক্তব্যে তিনি বিজেপি সাংসদরা তাঁর বক্তব্যে সবসময় বাধা দেন বলে অভিযোগ করেন। তখনই চারিদিক থেকে রব ওঠে। তবু তিনি বলে চলেন, মহুয়ার পিছনে কেউ নেই, মহুয়া আছে সত্যের সঙ্গে ! এরপর বক্তব্য রাখতে ওঠেন, টিডিপি সাংসদ কে রাম মোহন নাইডু। তখনই তিনি অসংসদীয় শব্দ প্রয়োগ করেন বলে অভিযোগ।
সুকান্তর প্রতিবাদ
কৃষ্ণনগরের সাংসদের এই মন্তব্যের প্রতিবার করে একটি ভিডিও ট্যুইট করে আক্রমণ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ( Sukanta Majumdar ) । তাঁর দাবি, '' ক্ষমা চান মহুয়া মৈত্র', দাবি করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। এখনও রাজ্য সরকার তাঁকে বাঁচানোর চেষ্টা করবে ?' ট্যুইট সুকান্ত মজুমদারের। 'তৃণমূল কংগ্রেস এখনও তাঁকে বাঁচানোর চেষ্টা করবে ? নাকি তাঁকে দোষী সাব্যস্ত করে ব্যবস্থা নেবে ?', ট্যুইট বিজেপির
. @MahuaMoitra has shamed the entire WB with her unparliamentary language.
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) February 7, 2023
Use of such words shows the TMC culture wherein murder, violence, rape and abuses are so common. TMC leaders have lost their common sense in such atmosphere.
I feel pity for them. Bengal is watching. pic.twitter.com/O0KyuoES8j
তবে নিজের মন্তব্য নিয়ে মহুয়ার অবস্থান স্পষ্ট। তিনি বলেন, ' কাল যেভাবে বিরোধীরা প্রতিবাদ করেছে তাতে শাকদলের মাথা খারাপ হয়ে গেছে। আমাকে কীভাবে অপদস্থ করার চেষ্টা হয়েছে সেটা সারা দেশের মানুষ দেখেছে। আমি ক্ষমা চাইব নাকি ওরা ক্ষমা চাইবে ? ' পাল্টা দাবি মহুয়া মৈত্রের।
#WATCH | "...I need to repeat it as they are doing this to heckle me and to ruin the flow of the speech...Mahua is only behind the truth," asserts TMC MP Mahua Moitra in Lok Sabha speaking during Motion of Thanks on the President's Address pic.twitter.com/K9tgkZJBdD
— ANI (@ANI) February 7, 2023
তাঁর মন্তব্যের বিরোধিতা করে সাংসদ দিলীপ ঘোষ বলেন, ' এই সাংসদ এরকম আচরণ আগেও করেছেন। এসে সংসদের গরিমা নষ্ট হয়। আর যিনি এরকম কাজ করছেন তাঁর সম্বন্ধ মানুষের ধারণাও স্পষ্ট হয়ে যায়। '