এক্সপ্লোর
Advertisement
‘অবৈধ’ সম্পর্কের জবাব কি চড়? বিতর্কে নেহা ধুপিয়ার পাশে দাঁড়ালেন মালাইকা, তাপসী, আয়ুষ্মানরা
কিন্তু এই মন্তব্যের জন্য মারাত্মক ট্রোলড হন নেহা। বলা হয়, তিনি ফেক ফেমিনিস্ট, হিপোক্রিট।
মুম্বই: নেহা ধুপিয়া দাবি করেছেন, এমটিভি রোডিজ-এ তাঁর মন্তব্যের জন্য তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের হয়রান করা হচ্ছে। তাঁর বাবাকেও এসএমএস করে গালাগালি দিচ্ছে লোকজন। কিন্তু নেহার পাশে এসে দাঁড়িয়েছে বলিউড। মালাইকা অরোরা থেকে তাপসী পান্নু- অনেকেই তাঁর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিজেদের সমর্থনের কথা জানিয়েছেন।
এমটিভি রোডিজ-এ নেহার মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এক প্রতিযোগী বলছিলেন, প্রাক্তন বান্ধবীর অন্য ৫ পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে জানতে পারায় তাঁকে চড় মারেন তিনি। তাতে নেহা তাঁকে বকাঝকা করেন, বলেন, ৫ জনের সঙ্গে সম্পর্ক রাখাটা ওই মেয়েটির ইচ্ছে, তা জন্য তাঁকে মারধর মেনে নেওয়া যায় না।
কিন্তু এই মন্তব্যের জন্য মারাত্মক ট্রোলড হন নেহা। বলা হয়, তিনি ফেক ফেমিনিস্ট, হিপোক্রিট। আবার বেরিয়ে আসে তাঁর পুরনো ভিডিও, যাতে দেখা যাচ্ছে, এক মহিলা কাউকে মারার কথা স্বীকার করছেন, শুনে নেহার মুখে হাসি আর ধরে না!
এই পরিস্থিতিতে টুইটারে বিবৃতি দিয়েছেন নেহা। বলেছেন, তিনি প্রতারণা সমর্থন করেন না ঠিকই কিন্তু তা তো নীতিগত ব্যাপার। যে লিঙ্গেরই কথা বলা হোক, তিনি শারীরিক হিংসার বিরুদ্ধে। পুরুষের শক্তি নারীর থেকে বেশি, এ দেশ তো বটেই, গোটা বিশ্বেই মেয়েদের ওপর লিঙ্গের কারণে হিংসা চলে। কিন্তু নিজের মতামত দেওয়ার জন্য তাঁকে যেভাবে ট্রোল করা হচ্ছে, তা বিস্ময়কর। তিনি কিছু বলেননি এতদিন ঠিকই কিন্তু লোকজন তাঁর বাড়ির লোক, আত্মীয়স্বজনকেও ছাড়ছে না। বাবার হোয়াটসঅ্যাপও গালাগালিতে ভরে গিয়েছে। এমনকী তাঁর পুঁচকে মেয়ের সোশ্যাল মিডিয়া পেজেও ব্যবহার হচ্ছে জঘন্য ভাষা। এ সব কোনওমতেই গ্রহণযোগ্য নয়।
— Neha Dhupia (@NehaDhupia) March 14, 2020
নেহার এই বিবৃতি সমর্থন করেছে বলিউড। তাপসী পান্নু, মালাইকা অরোরা, আয়ুষ্মান খুরানা, সোনম কপূর, নেহার স্বামী অঙ্গদ বেদী- সকলে তাঁর পাশে দাঁড়িয়েছেন। তাঁদের বক্তব্য, আলোচনা চলতেই পারে কিন্তু কারও মতামত পছন্দ হয়নি বলে অনলাইনে তাঁর বিরুদ্ধে ঘৃণা ছড়ানো কোনওমতেই সমর্থনযোগ্য নয়।
“No matter what.. physical abuse or assault is not acceptable” https://t.co/agwyV91avz
— Konkona Sensharma (@konkonas) March 15, 2020
Thank you for the support @PulkitSamrat https://t.co/f8vHiIuqVm
— Neha Dhupia (@NehaDhupia) March 15, 2020
Cowards hit women...If you call them out, their ilk hides behind the anonymity and safety of social media and threatens to hit and assault women. Neha, stay strong. https://t.co/1NTDEoCGto
— TheRichaChadha (@RichaChadha) March 15, 2020
For all the ppl writing abusive and harassing messages to you and your family should know, they aren’t on the right side of the moral compass they r acting to be the torch bearers of. Adultery is wrong morally n so is violence. One can’t be the response to the other. https://t.co/L9f8JLJB2m
— taapsee pannu (@taapsee) March 14, 2020
Shows the mentality https://t.co/p2QlpNCqyT
— ANGAD BEDI (@Imangadbedi) March 14, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement