এক্সপ্লোর
শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ১৫ এপ্রিল পর্যন্ত ছুটি, ৩১ মার্চ পর্যন্ত সিনেমা হল বন্ধ করার অনুরোধ মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী জানালেন, ১৫ এপ্রিল পর্যন্ত আইসিডিএস কেন্দ্রগুলি বন্ধ থাকবে। ৩১ মার্চ পর্যন্ত সমস্ত সিনেমা হল বন্ধ করার অনুরোধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, আইসিডিএস বাচ্চাদের জন্য ঘরে পাঠানো হবে চাল-ডাল। সেইসঙ্গে, ৩১ মার্চ পর্যন্ত সমস্ত সিনেমা হল বন্ধ করার অনুরোধ মুখ্যমন্ত্রীর।

করোনা নিয়ে নবান্নে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানালেন, ১৫ এপ্রিল পর্যন্ত আইসিডিএস কেন্দ্রগুলি বন্ধ থাকবে। ৩১ মার্চ পর্যন্ত সমস্ত সিনেমা হল বন্ধ করার অনুরোধ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, আইসিডিএস বাচ্চাদের জন্য ঘরে পাঠানো হবে চাল-ডাল। সেইসঙ্গে, ৩১ মার্চ পর্যন্ত সমস্ত সিনেমা হল বন্ধ করার অনুরোধ মুখ্যমন্ত্রীর। আর কী কী বললেন মুখ্যমন্ত্রী, শুনব - - নোভেল করোনা সতর্কতায় ৩,২৪,০০০ মানুষের স্ক্রিনিং করা হয়েছে। - ৫৫৯০ জনের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। - শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ১৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা। - করোনা মোকাবিলায় ২০০ কোটি টাকার তহবিল তৈরি করা হচ্ছে। - ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ আইসিডিএস কেন্দ্রগুলি। - করোনা মোকাবিলায় যাঁরা কাজ করবেন। - সেইরকম ১০ লক্ষ লোকের জন্য ৫ লক্ষ টাকার অতিরিক্ত বিমা। - ৩১ মার্চ পর্যন্ত সমস্ত সিনেমা হল বন্ধ করার অনুরোধ। - আইসিডিএস বাচ্চাদের জন্য ঘরে পাঠানো হবে চাল-ডাল। - শপিং মল, চা বাগানগুলিতে করোনা সতর্কতায় জোর দিক। - নোভেল করোনা আক্রান্তকে ফেরাবেন না, নার্সিংহোমগুলিকে অনুরোধ। - ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে জমায়েত এড়াতে অনুরোধ। - রিয়্যালিটি শো, অডিটোরিয়াম, স্টেডিয়াম বন্ধ রাখুন। - অফিসে প্রবেশের আগে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। - ভিড় এড়াতে ক্লাবগুলিকে অনুরোধ করা হবে। - জ্বর, শ্বাসকষ্ট হলে লজ্জা করবেন না, পরীক্ষা করান, লুকোবেন না। - নাইসেড, এসএসকেএমে নোভেল করোনা পরীক্ষা হচ্ছে। - সোয়াইন ফ্লু নিয়ন্ত্রণেও সতর্কতা অবলম্বন করতে হবে। - বাড়িতে বসেই প্রশাসনিক কাজ করবেন শিক্ষকরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















