এক্সপ্লোর
Advertisement
গালোয়ানে নিহত রাজ্যের ২ সেনা জওয়ানকে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, পরিবারপিছু একজনের চাকরি, ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা
লাদাখের গালোয়ানে শহিদ সেনা জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে তাঁদের দুুই পরিবারের পাশে থাকার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা: লাদাখের গালোয়ানের শহিদ সেনা জওয়ানদের শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী ট্যুইট করে সোমবার রাতে চিনা সেনাবাহিনীর সঙ্গে হাতাহাতি, সংঘর্ষে নিহত ভারতীয় জওয়ানদের স্মরণে ট্যুইট করেছেন। ঘটনাচক্রে নিহতদের দুজন এ রাজ্যের। বীরভূমের মহম্মদ বাজারে বেলগরিয়া গ্রামের সিপাই রাজেশ ওঁরাও, আলিপুরদুয়ারের শামুকতলা থানার অধীন বিন্দিপারা গ্রামের বিপুল রায়। মুখ্যমন্ত্রী তাঁদের পরিবারের পাশে থাকার কথা ঘোষণা করেছেন।
Nothing can compensate for the supreme sacrifice made by them for the nation or the bereaved families' loss. We stand by the next of the sons of our soil in this difficult time. To this regard, we'll provide ₹5 lakh & a GoWB job to one member in the deceased's family. (2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) June 17, 2020
তিনি লিখেছেন, গালোয়ান উপত্যকায় শহিদ সাহসী ছেলেদের পরিবারকে আমার আন্তরিক শোক, সমবেদনা জানাই। দুঃখের সঙ্গে বলছি, ওঁদের দুজন আমাদের রাজ্যের। ওঁরা সবাই দেশের জন্য যে চরম বলিদান দিয়েছেন, কোনওভাবেই তার ক্ষতিপূরণ সম্ভব নয় বা স্বজনহারা শোকার্ত পরিবারের যন্ত্রণা, ক্ষতি পুষিয়ে দেওয়া যায় না। এই কঠিন সময়ে আমাদের এই ভূমিপুত্রদের আত্মীয়দের পাশে আমরা রয়েছি। নিহতদের দুজনের পরিবারপিছু একজনকে চাকরি, ৫ লক্ষ টাকা সাহায্য দেব আমরা। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, দেশের স্বার্থে চরম দায়িত্ব পালন করতে গিয়ে গালোয়ান উপত্যকায় শহিদ হওয়া তিন ভারতীয় সেনা জওয়ানের সাহসকে কুর্ণিশ জানাই। সাহসী মানুষগুলোর পরিবারকে জানাই সমবেদনা। ঈশ্বর যেন এই কঠিন সময় মোকাবিলার শক্তি দেন ওঁদের।
I salute the valour of the three Indian soldiers who were martyred at #GalwanValley while performing a supreme service for the nation. My heart goes out to the families of these brave men. May lord give them strength in this difficult time.
— Mamata Banerjee (@MamataOfficial) June 16, 2020
নিহত জওয়ান রাজেশ ওঁরাওকে শ্রদ্ধা জানিয়ে তাঁর বাবা-মাকে সমবেদনা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। দেশ তাঁদের পাশে আছে বলে জানিয়েছেন তিনি। রাজ্যপাল বলেছেন, আমাদের সেনাবাহিনীর যোগ্য জবাব ব্যর্থ হবে না। শূন্য ডিগ্রি তাপমাত্রায় আমাদের সার্বভৌমত্ব রক্ষায় চরম বলিদানের জন্য দেশ ওঁদের কাছে ঋণী। আমরা যেন সবসময় মনে রাখি, আমাদের সশস্ত্র বাহিনী যে কোনও বলিদানের জন্য সদা প্রস্তুত থাকে বলে আমরা নিরাপদে আছি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement