Mamata Banerjee : দুয়ারে আসবে রেশন, SMS-এ দিনক্ষণ
Duare Ration : মুখ্যমন্ত্রীর বার্তা, আগে থেকে মানুষকে সময় জানিয়ে দিন রেশন ডিলাররা।
কলকাতা : শুধু দুয়ারে রেশনই (Duare Ration) নয়, এবার থেকে এসএমএসের মাধ্যমে রেশন পাওয়ার দিনক্ষণ সম্পর্কে জানতে পারবেন গ্রাহকরা। রেশন ডিলারদের এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মঙ্গলবার ফের দুয়ারে রেশন প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। সরকার এই প্রকল্পের পরিধি বাড়াতে ডিলারশিপ নেওয়ার ক্ষেত্রে একাধিক সুবিধা থেকে ডিলারদের রেশন দোকানে লোক নিয়োগে ছাড় দিয়েছে। পাশাপাশি রেশন দোকানে ডিলাররা লোক নিলে দু'জন লোকের ১০ হাজার টাকা মাইনের অর্ধেক রাজ্য সরকারের (West Bengal State Government) তরফে দেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রকল্পের সুবিধা কীভাবে মানুষের কাছে আরও ভাল করে পৌঁছে দেওয়া যায়, সেই বার্তা দিতে গিয়ে এসএমএসের (SMS) মাধ্যমে উপভোক্তাদের বিষয়টি জানানো ও প্রয়োজনে মাইকিংয়ের কথাও বলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী রেশন ডিলারদের উদ্দেশে বলেন, 'আগে থেকে প্রচার করে দেবেন কবে দুয়ারে রেশন পৌঁছবে। দরকারে আগে থেকে এসএমএস পাঠিয়ে দেবেন বা এলাকায় গিয়ে ঘোষণা করে দেবেন।' বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়ার বদলে ৫০০ মিটার এলাকার মধ্যে যতগুলো বাড়ি পরে সেই অনুযায়ী দুয়ারে রেশন দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, '৪০০ বাড়ির বদলে ৫০-৬০টা বাড়ি নিন, বাড়ি বাড়ি না গিয়ে নির্দিষ্ট এলাকায় ৫০০ মিটারের মধ্যে গাড়ি নিয়ে গিয়ে দাঁড়ালেন। বাড়ি বাড়ি যেতে হল না আবার দুয়ারে রেশনও হল।'
এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দেন, প্রত্যেক রেশন দোকানে ডিলাররা দু'জন করে লোক নিয়োগ করতে পারবেন। সেই ভিত্তিতেই তাঁর প্রত্যাশা, 'রাজ্যের সব রেশন দোকানে প্রায় ৪২ হাজার চাকরি হবে।' পাশাপাশি ডিলারদের লোক নিতে উৎসাহিত করতে দোকানের কর্মচারীদের মাইনের অর্ধেক দেবে রাজ্য সরকার, বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, রেশন দোকানের কর্মচারীদের মাসে ১০ হাজার টাকা করে মাইনে দেওয়া হবে। পাশাপাশি রেশন ডিলারদের গাড়ি কেনার ক্ষেত্রে ১ লক্ষ টাকা দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- লোক নেওয়া হবে রেশন দোকানে, অর্ধেক মাইনে দেবে রাজ্য
আরও পড়ুন- চাকরির ঘোষণা থেকে গাড়ি কেনায় ছাড়, দুয়ারে রেশনের শুরুতে কী কী বললেন মুখ্যমন্ত্রী