এক্সপ্লোর
Advertisement
পোষা কুকুরদের ২৪ ঘণ্টা এসিতে রাখার শখ, ৭ লাখ টাকার বিদ্যুৎ চুরি করলেন মুম্বইয়ের এই বাসিন্দা
এই বিপুল পরিমাণ বিদ্যুৎ চুরি কঠিন হলেও তিনি কোনওভাবে তাঁর বহুতলের ইলেকট্রিসিটি কেবিন থেকে একটা ডিরেক্ট কানেকশন জোগাড় করেন। তার বিল কোনওদিন দিতে হয়নি তাঁকে।
মুম্বই: গরম পড়ছে। বাড়ির কুকুরগুলোর কষ্ট হবে। তাদের ২৪ ঘণ্টা এসির আরামে রাখতে প্রায় ৭ লাখ টাকার বিদ্যুৎ চুরি করেছেন মুম্বইয়ের তর্পণ আমিন। দীর্ঘদিন ধরে নিরবিচ্ছিন্নভাবে চুরি চালিয়ে গেলেও অবশেষে ধরা পড়েছেন তিনি।
তর্পণ নভি মুম্বইয়ের ১ নম্বর সেক্টরের টুইনল্যান্ড টাওয়ারের বাসিন্দা। তিনটে কুকুর রয়েছে তাঁর। এগুলোর মধ্যে একটা আবার গোল্ডেন রিট্রিভার, সে নাকি এসি ছাড়া এক মুহূর্তও টিকতে পারে না। ফলে কুকুরদের সারাক্ষণ মহা সুখে ঠাণ্ডা উপভোগ করানোর জন্য কুকুর অন্তপ্রাণ তর্পণ ৬ লাখ ৯৮,০০০ টাকার বিদ্যুৎ চুরি করেছেন। এই বিপুল পরিমাণ বিদ্যুৎ চুরি কঠিন হলেও তিনি কোনওভাবে তাঁর বহুতলের ইলেকট্রিসিটি কেবিন থেকে একটা ডিরেক্ট কানেকশন জোগাড় করেন। তার বিল কোনওদিন দিতে হয়নি তাঁকে।
কিন্তু কেউ একজন জানতে পেরে বিদ্যুৎ দফতরে অভিযোগ করেন। তখন এমএসইডিসিএল জানতে পারে, কী কাণ্ডটা ঘটে চলেছে। পুরো বিলের পাশাপাশি তাঁর ওপর বসে ২৪,০০০ টাকা জরিমানা, সব মিলিয়ে ৭.২২ লাখ টাকা। জরিমানা সহ পুরো টাকাটাই মিটিয়ে দিয়েছেন তর্পণ, তাই আর তাঁকে গ্রেফতার করা হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
আন্তর্জাতিক
Advertisement