Manipur Violence:নিরাপত্তা বাহিনীর থেকে লুঠে নেওয়া অস্ত্র ফেরান, আর্জি মণিপুরের মুখ্যমন্ত্রীর
Surrender Arms: নিরাপত্তা বাহিনীর ভাঁড়ার থেকে যে সব অস্ত্রশস্ত্র লুঠে নেওয়া হয়েছে, তা অবিলম্বে ফেরাতে আর্জি জানালেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ।
ইম্ফল: নিরাপত্তা বাহিনীর (Security Forces) ভাঁড়ার থেকে যে সব অস্ত্রশস্ত্র (Arms) লুঠে নেওয়া হয়েছে, তা অবিলম্বে ফেরাতে আর্জি জানালেন মণিপুরের (Manipur) মুখ্যমন্ত্রী (Chief Minister) এন বীরেন সিংহ। সঙ্গে হুঁশিয়ারি, এর পর কারও কাছ থেকে বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধার হলে তাঁর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করবে তাঁর প্রশাসন।
আর কী বললেন?
মণিপুরের বাসিন্দাদের উদ্দেশে তাঁর আরও বার্তা, নিরাপত্তা বাহিনীর যাতায়াতে যেন কোনও ধরনের বাধা তৈরি না হয়। ত্রাণসামগ্রী পৌঁছনোর ক্ষেত্রেও কোনও ধরনের বিপত্তি যেন না আসে, আর্জি তাঁর। সার্বিক ভাবে সড়ক অবরোধেই না জানিয়েছেন এন বীরেন সিংহ। লিখিত বিবৃতিতে তিনি বলেন, 'সশস্ত্র পুলিশ বাহিনী, পুলিশ স্টেশন ইত্যাদি থেকে যে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়া হয়েছে, সেগুলি অবিলম্বে ফিরিয়ে সকলকে আত্মসমর্পণের আর্জি জানাচ্ছি। ... নিরাপত্তা বাহিনীর চিরুনি তল্লাশি চলাকালীন কারও কাছ থেকে বেআইনি অস্ত্র উদ্ধার হলে, আর্মস অ্যাক্ট ১৯৫৯ অনুযায়ী তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।' যে ভাবে কার্ফুর বিধিনিষেধ উড়িয়ে মণিপুরের নানা প্রান্তে সড়ক অবরোধ চলছে, তাতে ত্রাণসামগ্রী পৌঁছনোর কাজেও বিস্তর বাধা আসছে বলে মনে করান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, 'এই ধরনের অবরোধের জেরে সশস্ত্র গোষ্ঠীর হামলা প্রতিহত করতেও সমস্যায় পড়তে হচ্ছে নিরাপত্তা ও পুলিশবাহিনীকে।' নিরীহ বাসিন্দারা যাতে এই কারণে প্রাণ না হারান, সেই জন্য সড়ক অবরোধে বারণ করেন তিনি।
শাহ-সফর...
গত কাল মণিপুরের মোরে-তে নিরাপত্তা আধিকারিদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কাঙ্গপোকপির একটি ত্রাণশিবিরে পরিদর্শনে যান তিনি। সেখানে কুকি সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।কুকি সম্প্রদায়ের মানুষের বক্তব্য জানতে চান । পাশাপাশি সামগ্রিক বিষয় খতিয়ে দেখেন শাহ। এক বাচ্চার পিঠে হাত বুলিয়ে দিতে এবং অপর এক বাচ্চার সেল্ফি তোলার আবদার মেটাতে দেখা যায় শাহকে।কাঙ্গপোকপিতে নাগরিক সমাজের একটি সংগঠনের সঙ্গে বৈঠকও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই বৈঠকে নাগরিক সমাজের প্রতিনিধিরা তাঁকে আশ্বস্ত করেন, মণিপুরে দুই সম্প্রদায়ের মধ্যে সম্প্রতি ফিরিয়ে আনতে তাঁরা সরকারের সঙ্গে একযোগে কাজ করবেন। পরে ট্যুইট করে শাহ জানান, আমরা যত তাড়াতাড়ি সম্ভব মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে এবং ত্রাণশিবিরের মানুষদের বাড়ি ফিরিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ।এরপরে ইম্ফলে মেইটি ত্রাণশিবির পরিদর্শনে যান শাহ। সেই সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন।তাঁদের অভাব-অভিযোগের কথা জানতে চান। পরে সেখানকার রন্ধনশালার আয়োজন খতিয়ে দেখেন।চলতি মাসের গোড়ায় মেইটিস ও কুকি সম্প্রদায়ের মধ্যে অশান্তি ছড়িয়ে পড়ার পর এটাই উত্তর-পূর্বের রাজ্যে প্রথম সফর শাহর। অশান্তি বিধ্বস্ত মণিপুরে শান্তি ফিরিয়ে আনার জন্য চার দিনের সফরে মণিপুরে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন:ত্বকের যত্নে বছরভর কোন কোন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন?