Manmohan Singh : অক্সফোর্ডের অর্থনীতির ডক্টরেট, ভারতকে অর্থনৈতিক পাওয়ার হাউস গড়ার অন্যতম কারিগর, ৯০-এ পা মনমোহন সিংহের
Ex Prime Minister Manmohan Singh : ১৯৭২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত দেশের চিফ ইকনমিকাল অ্যাডভাইসার ছিলেন মনমোহন সিংহ। ১৯৮২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সামলেছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর পদ।
নয়াদিল্লি : নব্বই বছর পূর্ণ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ (Manmohan Singh)। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ট্যুইটে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীর দীর্ঘ জীবন ও সুস্থাস্থ্য কামনা করেছেন। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও (Rahul Gandhi) টুইটে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মনমোহন সিংকে। তিনি ট্যুইটে লিখেছেন, দেশের উন্নতিতে মনমোহন সিংয়ের যে অবদান, তেমন উদাহরণ খুব কমই আছে। সেইসঙ্গেই রাহুল জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী তাঁরও অনুপ্রেরণা।
শারীরিক কারণে এই মুহূ্র্তে অনেকটা অশক্ত হয়ে পড়লেও ভারতকে অর্থনৈতিক পাওয়ার হাউস করে তোলার পিছনে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবিদ মনমোহনের ভূমিকা অনস্বীকার্য। জন্মদিনে এক ঝলকে দেখে নেওয়া যাক তাঁর জীবন ।
১৯৩২ সালে ২৬ সেপ্টেম্বর বর্তমান পাকিস্তানের অন্তর্গত পাঞ্জাব প্রদেশে জন্ম মনমোহন সিংহের। দেশভাগের পর মনমোহনের যখন ১৪ বছর বয়স তখন ভারতে চলে আসেন। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। অর্থনীতিতে ডক্টরেট পেয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় (doctorate in economics from the University of Oxford) থেকে। পড়াশোনা শেষ করে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দিল্লি স্কুল অফ ইকনমিক্স ও দিল্লি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।
১৯৭২ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত দেশের চিফ ইকনমিকাল অ্যাডভাইসার (Chief Economical Advisor) ছিলেন মনমোহন সিংহ। ১৯৮২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সামলেছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর (Governor of the Reserve Bank of India) পদ। যার পরই ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ছিলেন দেশের প্ল্যানিং কমিশনের শীর্ষে (head of the Planning Commission)। ১৯৮৭ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ (Padma Vibhushan) পুরস্কার পান।
১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত পিভি নরসিমা রাওয়ের মন্ত্রিসভায় দেশের অর্থমন্ত্রীর (finance minister of India) দায়িত্ব পালন করেছেন। ১৯৯৩ ও ১৯৯৪ সালে পরপর দু'বার বেশ কয়েকটি সংস্থার বিশ্বব্যাপী সমীক্ষার ভিত্তিতে বিশ্বের সেরা অর্থনীতির তকমা পেয়েছিলেন। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত দু-দফায় দেশের প্রধানমন্ত্রী (Ex Prime Minister of India) মনমোহন সিংহ। দেশের ত্রয়োদশতম। ২০১০ সালে সৌদি আরবের রাজার স্পেশাল ক্লাস অফ দ্য অর্ডার, ২০১৪তে জাপানের গ্র্যান্ড কর্ডন অফ দ্য অর্ডার সম্মান।
আরও পড়ুন- মরুরাজ্যে কংগ্রেস শিবিরে ডামাডোল, গহলৌত শিবিরের শর্ত ঘিরে চরম দ্বন্দ্ব