Meerut Case Update: স্বামীকে খুনের ৮ দিন আগে ৮০০ টাকায় ২টি ছুরি কিনে এনে প্রেমিকের সঙ্গে অনুশীলন, গলা কাটার ক্ষুরও এনেছিল মুসকানই !
Saurabh Rajput's Murder : সৌরভ রাজপুতের হত্যাকাণ্ডের পেছনে ছিল বিশ্বাসঘাতকতা, মাদকাসক্তি এবং ভয়। তাঁর স্ত্রী মুসকান রাস্তোগি এবং প্রেমিক সাহিল শুক্লা মাদকাসক্ত ছিল এবং ভয় পেত যে সৌরভ তাদের থামাবে।

মিরাট : মিরাট হত্যাকাণ্ডে সামনে এল আরও ভয়ঙ্কর তথ্য ! স্বামীর মৃতদের ১৫ টুকরো করে কাটার জন্য নিজেই দুটি ছুরি এনেছিল অভিযুক্ত স্ত্রী মুসকান রাস্তোগি। স্বামী তথা মার্চেন্ট নেভির অফিসার সৌরভ রাজপুতকে ৪ মার্চ খুন করা হয়েছিল। এরপর তাঁর মৃতেদহ টুকরো টুকরো করে কেটে প্লাস্টিকের ড্রামে লুকিয়ে সিমেন্টিং করে দেওয়া হয়। সর্বভারতীয় সংবাদ মাধ্যম NDTV-র সূত্রের খবর, খুনের আট দিন আগে ছুরি দু'টি কিনে এনেছিল মুসকানই। এমনই উঠে এসেছে পুলিশি তদন্তে।
রিপোর্টে আরও উঠে এসেছে, জঘন্য অপরাধটি করার আগে সে ও তার প্রেমিক সাহিল শুক্ল একাধিকবার ছুরি মারা প্র্যাক্টিস করেছে। মুসকান দোকানে এই বলে ছুরিটা এনেছিল যে, চিকেন পিস করার জন্য তার ছুরি প্রয়োজন। যাতে এনিয়ে কারো মনে কোনও সন্দেহ দানা না বাঁধে। যদিও সেই ছুরি করেই স্বামী সৌরভকে হত্যা করা হয়।
পুলিশি তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। গলা কাটার একটা ক্ষুরও নিয়ে এসেছিল মুসকান। যদিও ছুরি ব্যবহার করার কোনও অভিজ্ঞতা তার ছিল না বলে পুলিশকে সে জানিয়েছে। রিপোর্ট অনুযায়ী, ওই একই ক্ষুর দিয়ে দেহ থেকে সৌরভের মাথা আলাদা করা হয়েছিল।
মুসকান ও তার প্রেমিক সাহিল শুক্লা ৪ মার্চ সৌরভকে হত্যার কথা স্বীকার করে নিয়েছে। তারা আরও জানিয়েছে, তারপর তারা সৌরভের দেহ কেটে ফেলে। সেইসব দেহাংশ একটি প্লাস্টিকের ড্রামে ভরে তা সিমেন্ট দিয়ে ঢালাই করে লুকিয়ে দেয়। জঘন্য অপরাধ করার পর মুসকান ও সাহিল দুই সপ্তাহের জন্য পাহাড়ে ছুটে কাটাতে চলে যায়। খুনের ঘটনা তখনই সামনে আসে যখন মুসকানের মা পুলিশের কাছে যান এবং পুলিশকে জানান, তাঁর মেয়ে তাঁর কাছে স্বামীকে হত্যার কথা স্বীকার করে নিয়েছে। ড্রামে মৃতদেহ লুকিয়ে রাখার কথাও জানিয়েছে। এরপর খুনের ঘটনায় পুলিশ মুসকান ও তার প্রেমিক সাহিলকে গ্রেফতার করে। তাদের হেফাজতে নেয়। এরপর তারা সৌরভের দেহাবশেষ যেখানে লুকিয়ে রাখা হয়েছে সেই জায়গা দেখিয়ে দেয়।
সৌরভ রাজপুতের হত্যাকাণ্ডের পেছনে ছিল বিশ্বাসঘাতকতা, মাদকাসক্তি এবং ভয়। তাঁর স্ত্রী মুসকান রাস্তোগি এবং প্রেমিক সাহিল শুক্লা মাদকাসক্ত ছিল এবং ভয় পেত যে সৌরভ তাদের থামাবে। সৌরভ তাঁর মেয়ের জন্মদিনে লন্ডন থেকে ফিরে এসেছিলেন। ভিসা পুনর্নবীকরণ এবং তাঁর পরিবারকে সঙ্গে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। মুসকান তা প্রত্যাখ্যান করেছিল, সম্ভবত সাহিলের জন্য মিরাটে থাকতে চেয়েছিল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
