Honeymoon Murder : 'মেয়ে তো নিজেই ফোন করেছিল...তাহলে কেন...' তদন্ত নিয়ে বিস্ফোরক দাবি সোনমের বাবার
Meghalaya Honeymoon Murder Case: মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশীর হত্যাকাণ্ডে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। স্বামীকে খুনের অভিযোগ স্ত্রী সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

ইনদৌর: মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে নিখোঁজ হয়ে যান দম্পতি। তারপর থেকেই চলছিল নানারকম জল্পনা। রহস্য আরও বাড়ে, যখন খাদ থেকে উদ্ধার হয় রাজা রঘুবংশীর দেহ। বিশেষত ইনদৌরে রঘুবংশী পরিবারের মানসিক চাপ বাড়ছিল। তাঁদের দাবি ছিল মেঘালয় সরকার তদন্তে গাফিলতি করছে। কিন্তু রাজা রঘুবংশীর হত্যাকাণ্ডে শেষমেষ গ্রেফতার করা হল তাঁর স্ত্রীকেই। অভিযোগ, নিজের স্বামীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করিয়েছেন সোনম রঘুবংশী। সংবাদমাধ্যমে দাবি, পুলিশ সূত্রে নাকি খবর, অন্য সম্পর্কে ছিল সোনম। তার জন্যই রাজাকে মধুচন্দ্রিমায় গিয়ে মেরে ফেলার ছক কষে সে। তবে এত কিছুর পরে হতবাক তার পরিবার। মেয়েকে নিয়ে বড় দাবি করলেন সোনমের বাবা।
মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশীর হত্যাকাণ্ডে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে। স্বামীকে খুনের অভিযোগ স্ত্রী সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মেঘালয়ের ডিজিপি। উত্তরপ্রদেশের গাজিপুর থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। বাকি ৩ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে মধ্যপ্রদেশ থেকে। সোনম স্বামীকে খুনের জন্য সুপারি দিয়েছিল বলেও খবর পুলিশ সূত্রে। এই বিষয়ে সোনমের বাবা বলেন, 'মেঘালয় সরকার শুরু থেকে মিথ্যে বলছে। তাঁর মেয়ে স্বামীকে খুন করতে পারে না। দুই পরিবারের সম্মতিতেই রাজা- সোনামের বিয়ে হয়েছিল। গতকাল রাতে গাজিপুরের ধাবা থেকে ভাইকে ফোন করে সোনাম। পুলিশ এসে তাকে নিয়ে যায়। সোনাম নিজেই গাজিপুর পৌঁছে বাড়ির সঙ্গে যোগাযোগ করে, মেঘালয় পুলিশ তাকে গ্রেফতার করেনি। মিথ্যে গল্প তৈরি করছে মেঘালয় পুলিশ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে চান বলে জানিয়েছেন দেবী সিংহ।সিবিআই তদন্তের দাবি করেছেন তিনি। সিবিআই তদন্ত হলে মেঘালয়ের পুলিশ অফিসাররা জেলে থাকবেন বলেও দাবি তাঁর। '
এদিকে , ওই ধাবার মালিক জানান, গতকাল রাত ১টা নাগাদ ধাবায় পৌঁছয় সোনাম। ফোন চেয়ে বাড়িতে কথা বলে। এরপরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
এদিকে সোনমের মায়ের দাবি, রাজার সঙ্গে বিয়েতে অমত ছিল না সোনমের । সম্বন্ধ করেই বিয়ে। কিন্তু বিয়ের আগে মেলামেশা, দেখা-সাক্ষাৎও হত। আর তার মেয়েকে দিয়ে জোর করে কিছু করানো যায় না। তাহলে কেন এই খুনে নাম জড়ালো সোনমের? কেনই বা ভাড়া করা খুনি দিয়ে খুন করাবেন সোনম ? প্রশ্ন অনেক।






















