Sonam Suryavanshi : অন্য ছেলের সঙ্গে প্রেম আর রাজার সঙ্গে বিয়ে? তাই খুন স্বামীকে? বড় দাবি সোনমের মায়ের
Sonam Raghuvanshi: সিসিটিভি ফুটেজ, বিভিন্ন ব্যক্তির বয়ান নির্ভর করে তদন্ত এগোচ্ছিল। শেষমেষ ধরিয়ে দিল সোনমের একটি কল !

ইনদৌর: এখনও যেন বিশ্বাসই করে উঠতে পারছেন না সোনমের মা। মধুচন্দ্রিমায় গিয়ে এভাবে স্বামীকে খুন করল তার মেয়ে !এও কি সম্ভব ? কতবার তো কথা হয়েছে, ভিডিও কলে সদ্য বিবাহিত দুজনের হাসি-হাসি মুখের ছবি দেখেছেন। সেই মেয়ে কি না সুপারি কিলার দিয়ে খুন করাল স্বামীকে ? কিন্তু কেন ? এটাই বুঝতে পারছেন না তিনি।
ইনদৌরের সোনম রঘুবংশী। মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে নিখোঁজ হয়ে যায়। ১৭ দিন ধরে তার কোনও খোঁজই ছিল না। স্বামীর দেহ মিললেও, সোনমের কোথায় , কুলকিনারা করতে পারছিল না পুলিশ। কিন্তু হাল ছাড়েনি তারা। সিসিটিভি ফুটেজ, বিভিন্ন ব্যক্তির বয়ান নির্ভর করে তদন্ত এগোচ্ছিল। শেষমেষ ধরিয়ে দিল সোনমের একটি কল !
সোনমকে সোমবার গ্রেফতার করা হয় উত্তরপ্রদেশের গাজিপুরের একটি ধাবা থেকে। পুলিশের তদন্তে যা যা উঠে আসছে, তা শুনে হতবাক তার পরিবারই। তদন্তে নেমে মেঘালয় পুলিশ এবং মধ্যপ্রদেশ পুলিশ জানতে পারে, তার স্বামী রাজা রঘুবংশীর হত্যার সঙ্গে জড়িত সোনমই। কিন্তু, সোনমের মা সঙ্গীতা জানান,তাঁর মেয়ের সম্মতিতেই বিয়ে হয়েছিল রাজা রঘুবংশীর সঙ্গে। মেয়ের আপত্তি ছিল বলে কোনওদিন শোনেননি। বিয়ের আগেও তারা দুজনে একে অপরের সঙ্গে কথা বলত। বহু বার একসঙ্গে বাইরে ঘুরতে যেত। এখন তিনি বুঝতে পারছেন না হঠাৎ কী হল, যে মেয়ে এই কাণ্ড ঘটাল। মায়ের কথায়, ওকে কেউ চাপ দিয়ে কী করে বিয়ে করাবে ? ও তো কারও কথাই শুনত না।
সোনম রঘুবংশীর কি অন্য প্রেম ছিল?
সোনমের কি অন্য কারণ সঙ্গে সম্পর্ক ছিল? কারণ তদন্তে এমন তথ্যও উঠে আসছে বলে খবর। কিন্তু মায়ের দাবি, এমন কিছুই ছিল না। সোনমের সঙ্গে রাজা রঘুবংশীর সম্মন্ধ হয়। তার সম্মতি নেওয়ার পরেই বিয়ে ঠিক করা হয়েছিল। সোনম কোনও চাপের মুখে বিয়ে করেনি। অন্য কারও সঙ্গে সম্পর্কের কথা তিনি জানেন না।
ইন্ডিয়া টুডে টিভিতে একটি প্রতিবেদনে প্রকাশ, পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ কুশওয়াহা নামে অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন সোনম। কিন্তু বিয়ে হয় রাজা রঘুবংশীর সঙ্গে। অভিযোগ, এরপরই সোনম তার স্বামীকে হত্যার ছক কষে ফেলে । মেঘালয়ের হানিমুনে গিয়েই সরিয়ে ফেলা হবে রাজাকে, এমনটাই ছিল পরিকল্পনা। তেমনটাই করানো হয় মধ্যপ্রদেশের কয়েকজন ভাড়াটে গুণ্ডাকে দিয়ে।






















