Kashmir Terror Attack: বিশ্বজুড়ে জনমত তৈরির লক্ষ্য, ১২টি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে ভারত
Kashmir Terror Attack Update: পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বজুড়ে চাপ তৈরি করতে তৎপরতা। সাউথ ব্লকে আমেরিকা, ব্রিটেন-সহ ১২টি দেশের কূটনীতিকদের ডাকল ভারত।

কলকাতা: পাকিস্তানকে একঘরে করতে এবার বিশ্বজুড়ে জনমত তৈরির পথে ভারত (Kashmir Terror Attack)। সাউথ ব্লকে আমেরিকা, চিন, রাশিয়া-সহ ১২টি দেশের কূটনীতিকদের নিয়ে বৈঠক বিদেশমন্ত্রকের। সূত্রের খবর, কাশ্মীরে কীভাবে জঙ্গি হানার শিকার হয়েছেন নিরীহ হিন্দু পর্যটকরা তা জানাবে দিল্লি।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিশোধ নিতে, বুধবারই পঞ্চবাণ ছুড়ে পাকিস্তানকে বার্তা দিতে শুরু করে ভারত। নয়াদিল্লি সিন্ধু জলবন্টন চুক্তি বাতিল করতেই, তাকে কার্যত যুদ্ধের সামিল বলে আখ্য়া দিয়েছে পাকিস্তান। এরইমধ্য়ে কূটনৈতিক দিক থেকে প্রতিবেশী রাষ্ট্রকে আরও চাপে রাখতে, বৃহস্পতিবার সাউথ ব্লকে প্রায় দুই ডজন দেশের রাষ্ট্রদূতদের ডেকে গোটা ঘটনা সম্পর্কে জানানো হল। বৈঠকে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইংল্যান্ড, জার্মানির রাষ্ট্রদূতরা। তাৎপর্যপূর্ণভাবে ভারতের থেকে পাকিস্তানের সঙ্গে বেশি সুসম্পর্ক থাকলেও, এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন চিনের রাষ্ট্রদূতও। বৈঠকে ছিলেন কানাডার রাষ্ট্রদূতও।
বুধবারই পাকিস্তানের নাগরিকদের ভিসা বাতিলের ঘোষণা করেছিল ভারত। জানিয়ে দেওয়া হয়েছে আগামী রবিবার (২৭ এপ্রিল) পর্যন্ত তাঁদের ভিসার মেয়াদ থাকবে। আর যাঁরা মেডিক্যাল ভিসায় এসেছেন, তাঁদের ভিসার মেয়াদ থাকবে ২৯ এপ্রিল পর্যন্ত। এরই সঙ্গে এবার পাকিস্তান থেকেও ভারতীয়দের দেশে ফেরার নির্দেশ দিল দিল্লি। যত দ্রুত সম্ভব পাকিস্তান থেকে ফিরে আসতে বলা হয়েছে তাদের। এদিকে বুধবার রাতেই দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের অন্যতম শীর্ষ কূটনীতিককে তলব করা হয়। সূত্রের দাবি, তাঁকে 'পার্সোনা নন গ্রাটা' অর্থাৎ অবাঞ্ছিত ঘোষণা করার নোট হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি, বৃহস্পতিবার সকাল থেকে ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের সরকারি এক্স অ্যাকাউন্ট। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে এদিন দিল্লিতে পাক হাই কমিশনের সামনে বিক্ষোভও দেখানো হয়। ভারতের একের পর এক পদক্ষেপে এমনিতেই ভীত পাকিস্তান। যদিও সূত্রের খবর, পাল্টা হিসেবে নিজেদের আকাশ সীমায় ভারতীয় বিমান চলাচলের অনুমতি বাতিল করেছে তারা।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। এই পরিস্থিতিতে জঙ্গি ও তাদের মদতদাতাদের খুঁজে খুঁজে বের করে চরম শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, "আমি সমগ্র বিশ্বকে বলছি, ভারত প্রত্যেক জঙ্গিকে চিহ্নিত করে, খুঁজে বের করে শাস্তি দেবে এবং তাদের যারা মদত দেয়, পৃথিবীর শেষ প্রান্ত থেকেও তাদের ধরে আনা হবে। সন্ত্রাসবাদ কখনোই ভারতের প্রাণশক্তি ভাঙতে পারবে না। সন্ত্রাসবাদীদের শাস্তি পেতেই হবে।''
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
