এক্সপ্লোর
Advertisement
কাল থেকে দূরপাল্লার ট্রেনের ভাড়া বাড়ছে
শেষবার ট্রেনের ভাড়া বাড়ে ২০১৪-১৫ সালে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী স্বাচ্ছন্দ্য ও সুযোগসুবিধে বাড়ানোর জন্য ভাড়া সামান্য বাড়ানোর দরকার ছিল।
নয়াদিল্লি: দূরপাল্লার ট্রেনের যাত্রীভাড়া বাড়াতে চলেছে রেল। মধ্যরাত থেকেই দেশজুড়ে দূরপাল্লার ট্রেনগুলির ভাড়া বাড়ছে। তবে আপাতত লোকাল ট্রেনের ভাড়ার কোনও পরিবর্তন হচ্ছে না।
নন এসি মেল ও এক্সপ্রেস ট্রেনের ভাড়া বাড়ছে কিলোমিটার পিছু ২ পয়সা। এসিতে ভাড়া বাড়ছে কিলোমিটারে ৪ পয়সা করে।। লোকাল ট্রেনের ভাড়া না বাড়লেও সাধারণ নন এসি, নন সাবার্বান ট্রেনের ভাড়া কিলোমিটারে ১ পয়সা করে বাড়বে। জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
Ministry of Railways revises the basic passenger fare as per revised passenger fare table published by Indian Railway Conference Association (IRCA), effective from January 1, 2020. pic.twitter.com/SFlDt0bIv1
— ANI (@ANI) December 31, 2019
রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনোদকুমার যাদব বলেছেন, যাত্রীভাড়া ও মালপত্রের ভাড়া বাড়ানোর ব্যাপারে কেন্দ্র কোনও সিদ্ধান্ত নেয়নি। কিন্তু ভাড়া বাস্তবোচিত করার জন্য এই সিদ্ধান্ত প্রয়োজন ছিল। ট্রেন কোচের আধুনিকীকরণ ও স্টেশনগুলিতে উন্নততর সুযোগসুবিধে পৌঁছে দেওয়ার জন্য ভাড়াবৃদ্ধি জরুরি।
শেষবার ট্রেনের ভাড়া বাড়ে ২০১৪-১৫ সালে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী স্বাচ্ছন্দ্য ও সুযোগসুবিধে বাড়ানোর জন্য ভাড়া সামান্য বাড়ানোর দরকার ছিল। তবে এর ফলে কোনও শ্রেণিরই যাত্রীদের বিশেষ সমস্যা হবে না বলে আশাপ্রকাশ করেছে তারা। রিজার্ভেশন ফি, সুপারফাস্ট চার্জ ও যে সব টিকিট ইতিমধ্যেই বুকড, সেগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে না নতুন ভাড়া।
শতাব্দী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, বন্দে ভারত, তেজস, হামসফর ও রাজধানী এক্সপ্রেস সহ দেশের প্রথম সারির ট্রেনগুলির ক্ষেত্রেও নয়া ভাড়া প্রযোজ্য হবে। দিল্লি-কলকাতা রাজধানী যায় ১,৪৪৭ কিলোমিটার, প্রতি কিলোমিটারে ৪ পয়সা করে ভাড়া বাড়লে এখন থেকে অতিরিক্ত গুণতে হবে ৫৮ টাকার মত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement