এক্সপ্লোর
কাশ্মীরে ১৫-২০ দিনেই ফের মোবাইল ফোন পরিষেবা, গ্রামপ্রধান, পঞ্চায়েত প্রতিনিধিদলকে জানালেন অমিত শাহ, পুলিশি নিরাপত্তা, ২ লক্ষ টাকা বিমার আশ্বাস
কেন্দ্রের মোদি সরকারের জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল, গোটা রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভাজনের সিদ্ধান্তের পরপরই সেখানে সেলুলার পরিষেবা পুরোপুরি বন্ধ করা হয়

নয়াদিল্লি: আগামী দিন ১৫-২০র মধ্যেই জম্মু ও কাশ্মীরে মোবাইল ফোন পরিষেবা ফিরছে বলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার তাঁর সঙ্গে রাজ্যের সরপঞ্চ (গ্রাম প্রধান) ও পঞ্চ (পঞ্চায়েত সদস্য) দের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে দেখা করে। শ্রীনগরের হরভনের সরপঞ্চ জুবের নিশাদ ভাটকে উদ্ধৃত করে পিটিআইয়ের খবর, ১৫-২০ দিনের মধ্যেই জম্মু ও কাশ্মীরে মোবাইল পরিষেবা ফের চালু হবে বলে প্রতিনিধিদলটিকে বলেছেন অমিত। কেন্দ্রের মোদি সরকারের জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল, গোটা রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভাজনের সিদ্ধান্তের পরপরই সেখানে সেলুলার পরিষেবা পুরোপুরি বন্ধ করা হয়। এতে সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয় বলে দাবি কোনও কোনও মহলের। যদিও জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক কাশ্মীর উপত্যকায় মোবাইল, ল্যান্ডলাইন পরিষেবা বন্ধ রাখার সমর্থনে সওয়াল করেন, এতে প্রাণহানি, অশান্তি এড়ানো গিয়েছে। দশদিনে জম্মু ও কাশ্মীরে একটিও মৃত্যুর ঘটনা হয়নি। যোগাযোগ ব্যবস্থা না থেকে যদি জীবন রক্ষা করা যায়, তবে ক্ষতি কিসের? সোমবার জম্মু ও কাশ্মীরের প্রিন্সিপাল সেক্রেটারি রোহিত কানসাল জম্মু ও লাদাখ থেকে ৯৩ শতাংশ বিধিনিষেধই প্রত্যাহার করা হয়েছে বলে জানান, বলেন, জম্মুর ১০ জেলাতেই মোবাইল পরিষেবা ফের চালু হয়েছে। আজ জম্মু ও কাশ্মীরের গ্রামপ্রধান, পঞ্চায়েত সদস্যদের পূর্ণ নিরাপত্তার আশ্বাসও দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কুপওয়ারার এক সরপঞ্চ মির জুনেইদকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা বলেছে, আমরা তাঁর কাছে নিরাপত্তা দাবি করলে তিনি অভয় দেন, প্রশাসন থেকে আমাদের নিরাপত্তার সব ব্যবস্থা করা হবে। গ্রামপ্রধান, পঞ্চায়েত সদস্যরা পুলিশি সুরক্ষা ও মাথাপিছু ২ লক্ষ টাকা বিমার সুবিধা পাবেন বলেও অমিত শাহ তাঁদের আশ্বাস দিয়েছেন বলে সংবাদ সংস্থা জানিয়েছে। ৬ বছর অন্তর পঞ্চায়েত নির্বাচন হয় জম্মু ও কাশ্মীরে। জুনেইদ আরও জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পঞ্চ ও সরপঞ্চদের বৈঠকে জানিয়েছেন, সংসদে ঘোষিত প্রতিশ্রুতি অনুসারে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হলে জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















