এক্সপ্লোর
কাশ্মীর নিয়ে পাকিস্তানের ভারতকে কোণঠাসা করার চেষ্টায় পাকাপাকি আঘাত হেনেছে মোদী-ট্রাম্প বৈঠক, বলল বিজেপি
ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে সোমবার মোদীও কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জায়গা নেই বলে জানিয়ে দেন, ট্রাম্পকে পাশে বসিয়েই স্পষ্ট বলেন, দুটি দেশ নিজেদের মধ্যে আলোচনাই করেই সব সমস্যা মিটিয়ে নিতে পারে, আমরা কোনও তৃতীয় পক্ষকে বিব্রত করতে চাই না বলেও মন্তব্য করেন।

নয়াদিল্লি: কাশ্মীর ইস্যুতে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করছে পাকিস্তান। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক পাকিস্তানের সেই আশায় ‘পাকাপাকি আঘাত হেনেছে’ বলে দাবি করল বিজেপি। ট্রাম্প সম্প্রতি কয়েকবার কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে সালিশির ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু ভারত তার চিরাচরিত অবস্থান বজায় রেখে তা নাকচ করে দিয়েছে। ফ্রান্সে জি-৭ সম্মেলনের ফাঁকে সোমবার মোদীও কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপের জায়গা নেই বলে জানিয়ে দেন, ট্রাম্পকে পাশে বসিয়েই স্পষ্ট বলেন, দুটি দেশ নিজেদের মধ্যে আলোচনাই করেই সব সমস্যা মিটিয়ে নিতে পারে, আমরা কোনও তৃতীয় পক্ষকে বিব্রত করতে চাই না বলেও মন্তব্য করেন। ট্রাম্প মোদীর সঙ্গে এদিনের বৈঠকের আগেও বলেছিলেন, ফ্রান্সের বিয়েরিত্জ শহরে জি-৭ সামিটের ফাঁকে তাঁর সঙ্গে তিনি কাশ্মীর নিয়ে কথা বলবেন। কিন্তু আজ ট্রাম্প জানান, তিনি ও মোদী গতকাল রাতে কাশ্মীর নিয়ে ‘বিস্তারিত আলোচনা’ করেছেন এবং ভারত ও পাকিস্তান, নিজেরাই বিষয়টি মিটিয়ে ফেলতে পারে বলেও তিনি মনে করেন। এ ব্যাপারে বিজেপি মুখপাত্র জিভিএল নরসিমা রাওয়ের প্রতিক্রিয়া, পাকিস্তানের প্রোপাগান্ডা চূড়ান্ত মার খেল প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনায়। পাকিস্তান আশা করছিল, এমন কোনও বিবৃতি আসবে যাতে তাদের শেষ আশার আলোটুকু থাকবে। কিন্তু সেই বৈঠক স্পষ্ট করে দিয়েছে যে, ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনও ইস্যু নিয়ে দ্বিপাক্ষিক স্তরেই আলোচনা করতে হবে। আমেরিকা সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের আওতায় জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের ব্যাপারে ভারতের অবস্থানে ইতিমধ্যে সায় দিয়েছে বলেও দাবি করেন বিজেপি নেতাটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















