TMC : ওয়েলে নেমে বিক্ষোভ-স্লোগান, রাজ্যসভায় তৃণমূলের ৭ জন সহ ১৯ জন সাংসদ সাসপেন্ড
Monsoon session of Parliament : গত বছর বাদল অধিবেশনের সময়ও সভার কাজ বানচাল করার অভিযোগে দোলা সেন, মৌসম বেনজির নুর-সহ ৬ তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। তবে সেই সাসপেনশনের মেয়াদ ছিল ১ দিন।
বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : বাদল অধিবেশন (Monsoon session of Parliament) চলাকালীন ওয়েলে নেমে বিক্ষোভ ও স্লোগান দেওয়ার জন্য রাজ্যসভা (Rajya Sabha) থেকে সাসপেন্ড তৃণমূলের (TMC) ৭ জন সাংসদ। এর মধ্যে রয়েছেন সুস্মিতা দেব, শান্তনু সেন, দোলা সেন, মৌসম বেনজির নুর, নাদিমুল হক, আবিররঞ্জন বিশ্বাস ও শান্তা ছেত্রী। অভব্য আচরণের অভিযোগে রাজ্যসভার মোট ১৯ জন সাংসদকে চলতি সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়েছে।
ঠিক কী হয়েছে
গতবছর বাদল অধিবেশনের শাস্তি মিলেছিল শীতকালীন অধিবেশনে। এবার বাদল অধিবেশনে ফের শাস্তির মুখে পড়লেন তৃণমূলের ৭ সাংসদ-সহ রাজ্যসভার মোট ১৯ জন সাংসদ। এবার বাদল অধিবেশনে ফের শাস্তির মুখে পড়লেন তৃণমূলের ৭ সাংসদ-সহ রাজ্যসভার মোট ১৯ জন সাংসদ। মূল্যবৃদ্ধি, খাদ্যপণ্যে GST বসানো এবং গুজরাতে বিষমদ-কাণ্ডে মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনার দাবিতে মঙ্গলবার রাজ্যসভা এবং লোকসভায় সরব হন বিরোধীরা। অধিবেশন চলাকালীন ওয়েলে নেমে দফায় দফায় বিক্ষোভের পাশাপাশি স্লোগান দেন তাঁরা। বিক্ষোভের জেরে বেলা ২টো পর্যন্ত দুই কক্ষেরই সভা মুলতুবি হয়ে যায়। এরপর, অভব্য আচরণের অভিযোগে চলতি সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয় রাজ্যসভার ১৯জন সাংসদকে।
প্রসঙ্গত, গত বছর বাদল অধিবেশনের সময়ও সভার কাজ বানচাল করার অভিযোগে দোলা সেন, মৌসম বেনজির নুর-সহ ৬ তৃণমূল সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। তবে সেই সাসপেনশনের মেয়াদ ছিল ১ দিন। আগামী ১২ অগস্ট পর্যন্ত চলবে সংসদের চলতি বাদল অধিবেশন।
তৃণমূলের ৭, মোট ১৯ সাংসদ সাসপেন্ড
সাসপেন্ড করা হয়েছে, তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, মৌসম বেনজির নুর, শান্তা ছেত্রী, দোলা সেন, শান্তনু সেন, আবিররঞ্জন বিশ্বাস ও নাদিমুল হককে। পাশাপাশি, সাসপেনশনের তালিকায় রয়েছেন DMK-র ৬ সাংসদ, TRS-এর ৩ সাংসদ ও সিপিএমের ৩ সাংসদ।
মঙ্গলবার, ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া গাঁধীকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি।রাজনৈতিক প্রতিহিংসা, কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার-সহ বেশকিছু অভিযোগে দিনভর প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল কংগ্রেস। এদিন উপস্থিত ছিলেন না কংগ্রেস সাংসদরা। তবে সোমবার বিক্ষোভ দেখানোর অভিযোগে ৪ কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করেন স্পিকার ওম বিড়লা। তামিলনাড়ুর মনিকম টেগোর, জ্যোতিমণি সেন্নিমালাই, কেরলের টিএন প্রতাপন, রম্য হরিদাসকে চলতি বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়।
আরও পড়ুন- ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি-র দফতরে সনিয়া, এই নিয়ে দ্বিতীয় বার জিজ্ঞাসাবাদ