এক্সপ্লোর
Advertisement
ছেলে নিরাপদে ঘরে ফিরেছে, সোনুকে ভিডিও বার্তা পাঠালেন কৃতজ্ঞ মা
এর মধ্যে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারিয়োঁর সঙ্গে রাজ ভবনে শনিবার দেখা করেন সোনু। তাঁর কাজের জন্য রাজ্যপাল তাঁকে অভিনন্দন জানিয়েছেন, আশ্বাস দিয়েছেন সবরকম সাহায্যে।
মুম্বই: আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরার ব্যবস্থা করে দেশবাসীর চোখের মণি এখন সোনু সুদ। ১২,০০০-এর বেশি শ্রমিককে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়েছেন তিনি। এমনই এক শ্রমিকের মা সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন সোনুকে, তাঁর ছেলেও সোনুর দৌলতে সুস্থ শরীরে বাড়ি ফিরেছেন।
মহিলার ছেলে মণীশ অভিনেতা হতে চান। মায়ের বার্তা টুইটারে পোস্ট করে তিনিও ধন্যবাদ জানিয়েছেন সোনুকে।
Meri maa apse kuch kehna chhtai hai sun lijye sir and bahot bahot sukriya meri maa ke akkho me khusi ke assu hai sir @SonuSood pic.twitter.com/qwMXyeyC2V
— Actor Manish (@ActorManish2) May 29, 2020
সোনুও ধন্যবাদ জানিয়েছেন, মণীশ ও তাঁর মাকে।
बहुत सही मेरे भाई। माता जी को प्रणाम। बहुत खुश हूँ कि मैं तुम को तुम्हारी माँ से मिलवा पाया। शब्द नहीं हैं मेरे पास। बस अभी और बहुत सारे मनीष अपनी माओं से जल्द से जल्द मिल पायें। इसी की कोशिश रहेगी। ❣️ https://t.co/F2lmsfCQJ8
— sonu sood (@SonuSood) May 29, 2020
এর মধ্যে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিংহ কোশিয়ারিয়োঁর সঙ্গে রাজ ভবনে শনিবার দেখা করেন সোনু। তাঁর কাজের জন্য রাজ্যপাল তাঁকে অভিনন্দন জানিয়েছেন, আশ্বাস দিয়েছেন সবরকম সাহায্যে।
পঞ্জাবি গায়ক গুরু রণধাওয়া সোনুর প্রথম ছবি শহিদ এ আজম ছবিতে ভগৎ সিংহ হিসেবে তাঁর ছবি পোস্ট করেছেন।
সোনু এক সাক্ষাৎকারে জানিয়েছেন, যেভাবে শ্রমিকরা তাঁদের সন্তানদের নিয়ে হেঁটে হেঁটে হাজার হাজার মাইল পাড়ি দিচ্ছিলেন, তা দেখে তিনি যন্ত্রণাবিদ্ধ হন। তাঁর মনে হয়, এভাবে এঁদের সঙ্কটে রাখা ঠিক হবে না। এরপরই তাঁদের জন্য বাড়ি ফেরার ব্যবস্থা করতে উদ্যোগী হন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement